Asian Games 2023: ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুনীলদের হেডস্যার ইগর স্টিমাচ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 17, 2023 | 3:13 PM

Indian Football: চলতি বছরে চিনের হাংঝাওতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারস্থ হয়েছেন সুনীল ছেত্রীদের হেডস্যার ইগর স্টিমাচ (Igor Stimac)।

Asian Games 2023: ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুনীলদের হেডস্যার ইগর স্টিমাচ
Asian Games 2023: ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুনীলদের হেডস্যার ইগর স্টিমাচ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আসন্ন এশিয়ান গেমসে (Asian Games) কি অংশগ্রহণ করতে পারবে ভারতীয় ফুটবল দলের? দিনদুয়েক আগেই জানা গিয়েছিল, শর্ত না মেলায় এ বারের এশিয়ান গেমসে খেলা হচ্ছে না ভারতের। নিয়মের গেরোয় ফেঁসেছে ভারতীয় টিম। আসলে ক্রীড়ামন্ত্রকের তরফে পরিষ্কার জানানো হয়েছে এশিয়ান গেমসে অংশগ্রহণের ক্ষেত্রে ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকতে হবে কোনও টিমকে। আর প্রথম ৮-এ নেই ভারত। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে ভারতের অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। টুইটারে জানালেন নিজের আবেদনের কথা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি বছরের সেপ্টেম্বরে চিনের হাংঝাওতে অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম এশিয়ান গেমস। সেখানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বারস্থ হলেন স্বয়ং ভারতীয় দলের কোচ। ভারতীয় অলিম্পিক সংস্থা এবং ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশ, দলগত বিভাগে এশিয়ার মধ্যে ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকা দলই অংশ নিতে পারবে। উল্লেখ্য, এশিয়ার দলগুলোর মধ্যে ১৮ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল। তাই আসন্ন এশিয়ান গেমসে ভারত যেন অংশ নিতে পারে সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয়, তার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন সুনীলদের হেডস্যার।

টুইটারে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আমার অনুরোধ, আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার অনুমতি দেওয়ার জন্য। আমরা আমাদের দেশ এবং তেরঙ্গার জন্য লড়াই করব।’

সেই টুইটে স্টিমাচ ভারতীয় ফুটবল দলের উন্নতির কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে ভারত যে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল, সে কথা উল্লেখ করেছেন। গত ৪ বছর ধরে ভারতীয় ফুটবল টিমের কঠোর পরিশ্রম এবং সাফল্যের কথা তুলে ধরে ভারতের এশিয়াডে খেলার অনুমতি চেয়েছেন।

Next Article