দোহায় করোনা সংক্রমিত ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2021 | 6:53 PM

কয়েকদিন বাদে অনিরুদ্ধ থাপার দ্বিতীয় বার কোভিড পরীক্ষা করা হবে। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২০টির বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

দোহায় করোনা সংক্রমিত ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা
দোহায় করোনা সংক্রমিত ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা

Follow Us

দোহা: কাতারে (Qatar) ভারতীয় ফুটবল টিমের (Indian Football Team) হোটেলে এবার করোনার (COVID-19) হানা। করোনাভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। টিম হোটেলে কোয়ারান্টিনে রাখা হয়েছে তাঁকে।

গত বুধবার করোনায় সংক্রমিত হন অনিরুদ্ধ থাপা। তার পরদিন বৃহস্পতিবার কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলেন সুনীল ছেত্রীরা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস বলেন, ‘অনিরুদ্ধ থাপার করোনা সংক্রমিত হওয়ার খবরটি সত্যি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’

কয়েকদিন বাদে অনিরুদ্ধ থাপার দ্বিতীয় বার কোভিড পরীক্ষা করা হবে। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২০টির বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। সোমবার প্রাক বিশ্বকাপের ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। 15 তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন সুনীলরা।

আরও পড়ুন: নেটদুনিয়ায় গুজব, ভালো আছেন মিলখা সিং

Next Article