AFC U-17 Asian Cup : থ্রিলার ম্যাচে রিয়াল মাদ্রিদকে আটকে দিল দেশের ছোটরা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 04, 2023 | 12:53 PM

অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি চলছে ভারতীয় দলের। তেমনই একটি প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদের যুব দলকে হারিয়ে দিল ভারতের ছোটরা।

AFC U-17 Asian Cup : থ্রিলার ম্যাচে রিয়াল মাদ্রিদকে আটকে দিল দেশের ছোটরা!
Image Credit source: Twitter

Follow Us

মাদ্রিদ: স্প্যানিশ জায়ান্টদের আটকে দিলে এদেশের ফুটবলাররা। রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে টানটান থ্রিলার ম্যাচ ৩-৩ ব্যবধানে ড্র করেছে ভারতের যুব দল। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের (AFC U-17 Asian Cup) প্রস্তুতি চলছে জোরকদমে। ভারতের অনূর্ধ্ব ১ দল পৌঁছে গিয়েছে স্পেনের রাজধানীতে। কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের অধীনে ভারতের যুব দল ইতিমধ্যেই খেলেছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ (৪-১), সিডি লেগানেস অনূর্ধ্ব ১৮ দল (০-২) এবং অ্যাটলেটিকো মাদ্রিলেনোর (২-১) বিরুদ্ধে। বুধবার ছিল রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে ম্যাচ। কঠিন লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টদের আটকে দিয়েছে দেশের ছোটরা। বিস্তারিত TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল। সমতা ফেরাতে মিনিটখানেকের সময় নিল নীল জার্সিধারীরা। গোল করেন শাশ্বত। ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। বিরতির পর মিনিট তিনেকের মধ্যে আরও গোল ভারতের যুব দলকে এগিয়ে দেয়। ম্যাচের ৫২ ও ৬৯ মিনিটে পরপর দুটি গোল করে যায় হোম টিম। কিন্তু ম্যাচের তখনও বাকি। ৯০ মিনিটে অধিনায়ক কোরোউয়ের পাস থেকে গোল করেন গাংতে। শেষ মুহূর্তের গোলে ৩-৩ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। রিয়ালের মতো বড় দলের বিরুদ্ধে এই ফলাফল দেশের ছোটদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এতে সন্দেহ নেই।

১৬ দলের অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে ভারত রয়েছে ডি গ্রুপে। মোট চারটি গ্রুপ। প্রতিটি গ্রুপে চারটি করে টিম। প্রতিটি গ্রুপ থেকে ২টি দল পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করবে। ডি গ্রুপে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের সঙ্গে রয়েছে জাপান, ভিয়েতনাম ও উজবেকিস্তান। ভারতীয় দলের জন্য কঠিন লড়াই। কারণ জাপান হল গতবারের চ্যাম্পিয়ন। বাকি দুটি টিমও নিতান্তই দুর্বল নয়। টুর্নামেন্টে ১৯তম সংস্করণ আয়োজিত হচ্ছে থাইল্যান্ডে। টুর্নামেন্ট চলবে ১৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত।