SAFF Championship U20 : হাফ টাইমে ১ গোল, ভারত জিতল ৮-০

ম্যাচের ৩২ মিনিট অবধি ভারতকে গোল করতে না দেওয়ার কৃতিত্ব প্রাপ্য নেপাল গোলরক্ষক ঈশ্বর সিংয়েরও।

SAFF Championship U20 : হাফ টাইমে ১ গোল, ভারত জিতল ৮-০
গোলের উচ্ছ্বাসে ভারতীয় ফুটবলাররা। Image Credit source: AIFF
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 10:28 PM

ভুবনেশ্বর : সুযোগ পেলে তা কোনওভাবেই নষ্ট করা উচিত নয়। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) ভারতীয় ফুটবলাররাও করেননি। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশাল ব্যবধানে জয়। ৮-০ গোলে নেপালকে হারাল ভারত (Team India)। প্রথমার্ধে মাত্র ১-০ এগিয়ে ছিল ভারত। বিরতির পর আরও ৭ গোল। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে দারুণ মুন্সিয়ানা দেখালেন ভারতীয় ফুটবলাররা। প্রতিযোগিতায় তিন ম্যাচে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। লিগ পর্বে ২ অগস্ট শেষ ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত। নেপালের বিরুদ্ধে জোড়া গোল করেন টাইসন সিং (Taison Singh) এবং পার্থিব গোগোই।

ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল ৩২ মিনিট। টাইসনের গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর গোলের বন্যা। ১ মিনিটের ব্যবধানে (৫০ ও ৫২ মিনিট) জোড়া গোল পার্থিব গোগোইয়ের। ব্যবধান ৪-০ করেন টাইসন। ৬৬ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল টাইসনের। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান হিমাংশু জাংরা। সুপার- সাব রাও পিছিয়ে রইলেন না। পরিবর্ত হিসেবে নামা স্থানীয় ফুটবলার তঙ্কধর বাগ ৭৮ মিনিটে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সপ্তম গোল গুরকিরত সিংয়ের সৌজন্যে। সংযুক্তি সময়ে ৮-০ জয় নিশ্তিত করেন শুভ পাল।

ম্যাচের শুরু থেকেই দাপট ভারতের। বল পজেশন হোক বা সুযোগ তৈরি। সব দিক থেকেই এগিয়ে ছিল ভারতীয় দল। ৩২ মিনিট অবধি ভারতকে গোল করতে না দেওয়ার কৃতিত্ব প্রাপ্য নেপাল গোলরক্ষক ঈশ্বর সিংয়ের। বেশ কিছু সুযোগ ঈশ্বরের হাতে আটকে গিয়েছে। এক গোল অবধি তবু ঠিক ছিল। বিরতির পর একের পর এক গোল। কার্যত দিশেহারা হয়ে পড়ে নেপাল। ভারতের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ।