Sunil Chhetri: সুনীলের চোখে সেরা পাঁচটি গোল, ভারত অধিনায়ক তালিকায় যেগুলো রাখলেন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 12, 2023 | 9:12 PM

Sunil Chhetri Top 5 Goal: টানা তিনটি ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এত গোলের মধ্যে তাঁর চোখে সেরা পাঁচটি কোনগুলি?

Sunil Chhetri: সুনীলের চোখে সেরা পাঁচটি গোল, ভারত অধিনায়ক তালিকায় যেগুলো রাখলেন
Image Credit source: AIFF

Follow Us

আন্তর্জাতিক ফুটবলে ৯২টি গোল করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোলের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী। ধারাবাহিক ভালো খেলছেন। টানা তিনটি ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এত গোলের মধ্যে তাঁর চোখে সেরা পাঁচটি কোনগুলি? নিজেই বেছে নিলেন সুনীল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জেনে নিন সুনীলের বাছাই

  1. ২০১৯ সালে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিরগিজ রিপাব্লিকের বিরুদ্ধে গোলকেই এক নম্বরে রাখব। বেঙ্গালুরুতে হয়েছিল ম্যাচটি। শেষ অবধি এটিই জয়সূচক গোল হয়ে দাঁড়ায়। এই গোলটি আরও বেশি মনে রয়েছে জেজের (লালপেখলুয়া) পাসের জন্য। কোনও স্পেস পাচ্ছিলাম না। এমন পরিস্থিতিতে দারুণ পাস দিয়েছিল জেজে।
  2. দু-নম্বরে থাকবে একই টুর্নামেন্টে মায়ানমারের বিরুদ্ধে গোল। ২০১৭ সালে ইয়াঙ্গনে হয়েছিল ম্যাচটি। সেই গোল কতজন মনে রেখেছে জানি না। সেই গোলের নেপথ্যে উদান্তর বড় ভূমিকা ছিল। আমার ২০ বছরের কেরিয়ারে এমন দৌড় দেখিনি। পরিবর্ত হিসেবে নামা উদান্তর অবিশ্বাস্য রান এবং ক্রস। এই গোলের ভিডিয়ো যত বার দেখি, উদান্তর জন্য গর্ব হয়।
  3. তিন নম্বরে রাখব ২০১৯ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ওমানের বিরুদ্ধে গোলটি। এই গোল মনে রাখার কারণ টেকনিক। বক্সের বাইরে থেকে দারুণ ফিনিশ করেছিলাম।
  4. এ বার আসি চার নম্বরে। ২০১৯ সালে এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে স্কোরলাইন ১-১ ছিল। আর তখনই উদান্তর সেই স্কিল। নিজের মতো করে দু-তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে বল বাড়িয়ে দেয়। বক্সে থেকে ফিনিশ করি। শেষ অবধি ম্যাচটা ৪-১ ব্যবধানে জিতেছিলাম।
  5. পঞ্চম স্থানে রাখব সাম্প্রতিক একটি গোল। কিছুদিন আগেই হিরো কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে করা গোলটি। শুভাশিসের পাস যেমন মনে থাকবে, তেমনই নিখুঁত ফিনিশ। এই গোলটি আরও মনে রাখার কারণ, সেই সেলিব্রেশনেই আমাদের সন্তান আসার ঘোষণা করেছিলাম। সব দিক থেকেই এই গোলটি আজীবন মনে থাকবে।
Next Article