Oliver Kahn in India: ফুটবলের টানে ১৫ বছর পর ফের দেখা ‘দুই বন্ধুর’

Nov 08, 2023 | 7:28 PM

Germany Football Legend Kahn Meets IPS: অলিভার কান ফুটবলের সঙ্গে নানা ভাবে যুক্ত রয়েছেন। জুলফিকার হাসান কর্মসূত্রে আইপিএস অফিসার হলেও ফুটবলের সঙ্গে যোগ রয়েছে। ফুটবলের সূত্রেই ১৫ বছর আগে অলিভার কানের সঙ্গে দেখা হয়েছিল। অলিভার কান ফের ভারত সফরে এসেছেন। ১৫ বছর পর দেখা হল জুলফিকার হাসানের সঙ্গেও। বর্তমানে ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির (Bureau of Civil Aviation Security) ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান।

Oliver Kahn in India: ফুটবলের টানে ১৫ বছর পর ফের দেখা দুই বন্ধুর
পনেরো বছর পর ফের দেখা দুই বন্ধুর। অলিভার কান ও জুলফিকার হাসান।
Image Credit source: OWN Photograph

Follow Us

কলকাতা: ফুটবলকে এর জন্যই ‘সুন্দর খেলা’ বলা হয়। মাঠের লড়াইয়ের বাইরে যে বন্ধুত্ব, প্রতিপক্ষকে সম্মান। শুধু কি তাই? ফুটবলের সূত্রে অন্য পেশার সঙ্গে যুক্ত অনেকেরও তো বন্ধুত্ব হয়! এমনই একটা বন্ধুত্ব হয়েছিল ভারতের এক পুলিশকর্তা এবং জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানের। দু-জনের বন্ধুত্বের মূল বিষয়, ফুটবলের প্রতি ভালোবাসা। তাই বন্ধুত্ব অক্ষুণ্ণ থেকেছে। নিজের নিজের পেশায় দু-জনেই সাফল্য়ের শিখরে। তার জন্য বন্ধুত্বে কোনও চিড় নেই। বরং আরও যেন গাঢ় হয়েছে। ওই যে, ফুটবল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পনেরো বছর আগে কলকাতায় এসেছিলেন অলিভার কান। মোহনবাগানের সঙ্গে একটি ম্যাচ খেলেছিল তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাবের হয়ে বিদায়ী ম্যাচ ছিল অলিভার কানের। সে সময় কলকাতার যুগ্ম কমিশনার জুলফিকার হাসান। কলকাতা পুলিশের পাড়া ফুটবল শুরু হয়েছিল জুলফিকার হাসানের উদ্যোগে। পাড়া ফুটবলের ফাইনালে অতিথি ছিলেন অলিভার কান। এরপর জুলফিকার হাসানের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। কর্মসূত্রে কখনও লালগড়, আবার দান্তেওয়ারা, কাশ্মীরেও ছিলেন।

আইপিএস জুলফিকার হাসানের ফুটবলের প্রতি আলাদা আবেগ, ভালোবাসা রয়েছে। যেখানেই পোস্টিং হত, সেই জায়গায় ফুটবল নিয়ে নানা কাজ করেছেন। লালগড়ে যখন ছিলেন, সেখানে ফুটবল টুর্নামেন্ট করেছেন। সেখানকার অনেক উঠতি ফুটবলারকে বায়ার্ন মিউনিখে ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন। দান্তেওয়ারাতেও ফুটবল টুর্নামেন্ট করেছিলেন। ৭০০ ক্লাব অংশ নিয়েছিল। কাশ্মীরেও পোস্টিংয়ে থাকাকালীন সেখানে টুর্নামেন্ট করেছেন। সেখানকার নতুন প্রতিভাকে লা লিগার ক্লাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন জুলফিকার হাসান।

অলিভার কান ফুটবলের সঙ্গে নানা ভাবে যুক্ত রয়েছেন। জুলফিকার হাসান কর্মসূত্রে আইপিএস অফিসার হলেও ফুটবলের সঙ্গে যোগ রয়েছে। ফুটবলের সূত্রেই ১৫ বছর আগে অলিভার কানের সঙ্গে দেখা হয়েছিল। অলিভার কান ফের ভারত সফরে এসেছেন। ১৫ বছর পর দেখা হল জুলফিকার হাসানের সঙ্গেও। বর্তমানে ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির (Bureau of Civil Aviation Security) ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান।

ভারতীয় ফুটবল সম্পর্কে জানতে এবং এখানকার ফুটবলের উন্নতি নানা ভাবনা রয়েছে অলিভার কানের। সে কারণেই ভারতে এসেছেন অলিভার কান। যোগাযোগ ছিলই অলিভার এবং জুলফিকারের। দিল্লিতে রয়েছেন তিনি। অলিভারও এসেছেন দিল্লিতে। ফুটবলের মাধ্যমে গড়ে ওঠা ১৫ বছরের বন্ধুত্ব, আবার দেখা হতে যেন সতেজ হয়ে উঠল।

Next Article