করোনা আক্রান্ত ভারত অধিনায়ক সুনীল

Mar 11, 2021 | 5:42 PM

বৃহস্পতিবার দুপুরে নিজেই টুইট করে জানালেন এই কথা।

করোনা আক্রান্ত ভারত অধিনায়ক সুনীল
করোনা আক্রান্ত ভারত অধিনায়ক সুনীল

Follow Us

মুম্বই : করোনা (COVID-19) আক্রান্ত ভারতীয় ফুটবল দলের (Indian Football team) অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বৃহস্পতিবার দুপুরে নিজেই টুইট করে জানালেন এই কথা। আইএসএল (ISL)-কে কেন্দ্র করে গত কয়েক মাস বায়ো বাবলে (Bio Bubble) ছিলেন ভারত অধিনায়ক। টুর্নামেন্টে বেঙ্গালুরু এফসির যাত্রা শেষ হওয়ার পর দল থেকে ছুটি পান সুনীলরা। শেষ হয় বায়ো বাবল অধ্য়ায়। তারপরই সুনীলের কোভিড আক্রান্ত হওয়ার খবর। যদিও ভারত অধিনায়ক জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন। একই সঙ্গে সবাইকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সুনীল।

 

সুনীল করোনা আক্রান্ত হওয়ায় জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারছেন না। ১৫ তারিখ থেকে ভারতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল সুনীলের। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। মাসের শেষে তিনটি ম্যাচ আছে জাতীয় দলের। আইএসএল ফাইনালের পরই চূড়ান্ত দল ঘোষণার কথা ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের। সুনীল করোনা সংক্রমিত হওয়ায় তাঁর দলের থাকার সম্ভাবনা আর নেই।

আরও পড়ুন: পন্থকে ওর মতো খেলতে দিন: রোহিত

চলতি বছরটা খুব একটা ভালো কাটছে না সুনীলের। এ বারের আইএসএলে বেঙ্গালুরু এফসির পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। দলের অধিনায়ক সুনীলও নিজেকে মেলে ধরতে ব্যর্থ। ফুটবল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সুনীলের কি শেষের শুরু? সমালোচকদের জবাব দেওয়ার জন্য জাতীয় দলের হয়ে এক জমজমাট পারফরম্যান্সের প্রয়োজন ছিল। কিন্তু কোভিডের জন্য এবার সেটাও হচ্ছে না। মাঠে ফেরার ও সমালোচকদের জবাব দেওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে ভারত অধিনায়ককে। আপাতত সুনীলের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা ফুটবল মহলের।

Next Article