Indian Football Team: আজ মারডেকা অভিযানে ভারতের সামনে মালয়েশিয়া

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 13, 2023 | 10:00 AM

শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup) অভিযান শুরু করছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ মালয়েশিয়া। এ বছর ৯টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মালয়েশিয়া। তার মধ্যে জিতেছে ৬টাতে। দুটো ড্র আর একটায় হার। কুয়ালা লামপুরে ঘরের মাঠে খেলতে নামছে মালয়েশিয়া। তাই বাড়তি সতর্ক ব্লু টাইগার্স।

Indian Football Team: আজ মারডেকা অভিযানে ভারতের সামনে মালয়েশিয়া
Indian Football Team: আজ মারডেকা অভিযানে ভারতের সামনে মালয়েশিয়া
Image Credit source: Indian Football Team Twitter

Follow Us

কুয়ালা লামপুর: এশিয়ান গেমসের (Asian Games) পর আবার দেশের জার্সিতে মাঠে নামছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup) অভিযান শুরু করছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ মালয়েশিয়া। এ বছর ৯টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মালয়েশিয়া। তার মধ্যে জিতেছে ৬টাতে। দুটো ড্র আর একটায় হার। কুয়ালা লামপুরে ঘরের মাঠে খেলতে নামছে মালয়েশিয়া। তাই বাড়তি সতর্ক ব্লু টাইগার্স। মাঠে নামার আগে সমর্থকদের পাশে দাঁড়ানোর আর্জি ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর। মারডেকায় ১৭ বার খেলেছে ভারত। এ বারের টুর্নামেন্টটা আবার কোচ ইগর স্টিম্যাচের কাছে পরীক্ষা নিরীক্ষার পথও বটে। সামনের বছরই কুয়েত এবং কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ আছে ভারতের। তার আগে মারডেকা একপ্রকার প্রস্তুতির মঞ্চ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

শুক্রবারের ম্যাচে মাঠে নামার ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘আমরা জানি মালয়েশিয়া ফুটবল দল কয়েক মাস ধরেই সাফল্যের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের ভালো কোচ রয়েছে। বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। দলের মধ্যে একটা ভারসাম্য এসেছে। ঘরের মাঠে ওরা খেলবে। ফলে এগিয়ে থেকেই ওরা শুরু করবে। তবে আমরাও তৈরি ওদের চমকে দিতে। ৯০ হাজার সমর্থক ওদের পাশে থাকবে। অ্যাওয়ে ম্যাচে আমাদের রেকর্ড তেমন ভালো নেই। এটাই দুশ্চিন্তার।’

এরই সঙ্গে স্টিমাচ বলেন, ‘এই টুর্নামেন্টের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহাল। দুটো ম্যাচ জিতেই আমরা প্রথম বারের জন্য এই খেতাব জিততে চাই। কঠিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি আমরা। একই সঙ্গে চোট আঘাত প্রবণতা যাতে না বাড়ে সেদিকেও আমাকে নজর রাখতে হবে। সামনের মাসেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ আছে আমাদের। প্রথমবার আমাদের কাছে তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। আমার দলেও শক্তি রয়েছে। আমরাও প্রস্তুত মালয়েশিয়ার বিরুদ্ধে দলগত সংহতি দেখাতে।’

ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টায় শুরু ম্যাচ।

Next Article