East Bengal: ‘ঘরের মাঠে’ ভাগ্য ফেরাতে চান বিনো জর্জ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 03, 2024 | 7:00 AM

ISL, Kerala Blasters vs East Bengal: ম্যাচের দু'দিন আগেই কোচি উড়ে গিয়েছেন ক্লেটন সিলভারা। কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে একগুচ্ছ 'নেই'-এর তালিকা ইস্টবেঙ্গলে। কার্ড সমস্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটেই নেই কোচ কার্লেস কুয়াদ্রাত। এই নিয়ে আইএসএলে দু-বার এমন সমস্যায় ইস্টবেঙ্গল। বিনো জর্জই বুধবার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে থাকবেন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন লালচুংনুঙ্গা।

East Bengal: ঘরের মাঠে ভাগ্য ফেরাতে চান বিনো জর্জ
Image Credit source: EMAMI EAST BENGAL

Follow Us

সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে একেবারেই ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল। লিগ টেবলের ১১ নম্বরে লাল-হলুদ ব্রিগেড। ১৯ ম্যাচে ঝুলিতে ১৮ পয়েন্ট। সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে হলে সব ম্যাচই এখন ডু অর ডাই। জেতা ছাড়া উপায় নেই। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সামনে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে কেরল। তবে এখন আর পয়েন্ট টেবল দিয়ে যে পারফরম্যান্স অনুমান করা যাবে না, বলাই যায়।

ম্যাচের দু’দিন আগেই কোচি উড়ে গিয়েছেন ক্লেটন সিলভারা। কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে একগুচ্ছ ‘নেই’-এর তালিকা ইস্টবেঙ্গলে। কার্ড সমস্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটেই নেই কোচ কার্লেস কুয়াদ্রাত। এই নিয়ে আইএসএলে দু-বার এমন সমস্যায় ইস্টবেঙ্গল। বিনো জর্জই বুধবার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে থাকবেন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন লালচুংনুঙ্গা। শারীরিক সমস্যায় মরসুমের বাইরে নন্দ কুমার। চোট কাটিয়ে দলে ফেরা সাউল ক্রেসপো আবারও চোট পেয়েছেন। দলের সঙ্গে কোচি গিয়েছেন। কেরল ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা ম্যাচের দিন সকালেই ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।

বাকি মরসুমের জন্য মহিতোষ রায় আর শ্যামল বেসরাকে সিনিয়র টিমে রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। কোচ বিনো জর্জ আশাবাদী কেরল ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াবে। কেরল ম্যাচে মাঠে নামার আগে বিনোর মুখে তারুণ্যের জয়গান। তিনি বলেন, ‘শ্যামল, মহিতোষরা যেমন সিনিয়র টিমে এসেছে, তেমনই বিষ্ণু, সায়ন, অমনের মতো ফুটবলাররাও রিজার্ভ টিম থেকে সিনিয়র দলে এসে নজর কেড়েছে। ওদের উপর আস্থা রাখতেই হবে।’ কেরল বিনোর হোমগ্রাউন্ড। কুয়াদ্রাতের অনুপস্থিতিতে ‘ঘরের মাঠে’ দলের চাকা ঘোরাতে তৈরি বিনো জর্জ।

Next Article