আইএসএলের মঞ্চে আজ মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও পঞ্জাব এফসি। প্রথম বার আইএসএলে খেলছে মহমেডান স্পোর্টিং। পঞ্জাব এফসিও দেশের শীর্ষ লিগে নবাগতই বলা যায়। যদিও তাদের পারফরম্যান্স এখনও অবধি প্রশংসনীয়। পয়েন্ট টেবলে ৬ নম্বরে রয়েছে পঞ্জাব এফসি। অন্য দিকে, মহমেডান স্পোর্টিং ১২ নম্বরে। একটা জয় মহমেডানকে যেমন আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, তেমনই পয়েন্ট টেবলে উত্তরণও। কিন্তু রোগ যেন কিছুতেই সারছে না।
ইন্ডিয়ান সুপার লিগে শুরুর দিকে দুর্দান্ত খেলছিল মহমেডান স্পোর্টিং। তাদের মূল সমস্যা স্নায়ুর চাপ সামলানো। বেশ কিছু ম্যাচে নিজেদের ভুলে পয়েন্ট হাতছাড়া হয়েছে। এগিয়ে থেকেও হেরেছে টিম। প্রথম দিকে মহমেডান স্পোর্টিংয়ের জন্য একটা বিষয় যেন ধারাবাহিক হয়ে দাঁড়িয়েছিল, ম্যাচের অ্যাডেড টাইমে গোল খাবেই। আন্তর্জাতিক ফুটবলের জন্য মাঝে দীর্ঘ বিরতি ছিল। ঘুরে দাঁড়ানোর কথাই বলেছিলেন মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ।
বিরতির পরও অবশ্য অস্বস্তি কাটেনি মহমেডান স্পোর্টিংয়ের। তাদের কাছে সবচেয়ে হতাশার ইস্টবেঙ্গল ম্যাচটা। ৩০ মিনিটের মধ্যেই জোড়া রেড কার্ডে ৯ জনে পরিণত হয়েছিল ইস্টবেঙ্গল। তাতেও ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি সাদা-কালো ব্রিগেড। এরপর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রী নামতেই তছনছ। দ্বিতীয়ার্ধের জোড়া গোলেই হেরেছিল মহমেডান।
গত ম্যাচে ছন্দহীন জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল। প্রথমার্ধ গোলশূন্যই। দ্বিতীয়ার্ধে তিন গোল খায় মহমেডান স্পোর্টিং। শেষ দিকে একটি গোল শোধও করে। আরও একটি গোল শোধের সুযোগ ছিল। পেনাল্টি থেকে গোল করতে পারেনি সাদা-কালো ব্রিগেড। পঞ্জাবের বিরুদ্ধে ডিফেন্স ভাঙা যেমন কঠিন, তেমনই মহমেডানের চিন্তা বাঙালি কোচ। পঞ্জাব এফসিতে সহকারীর ভূমিকায় রয়েছেন শঙ্করলাল চক্রবর্তী। যিনি বাংলা ফুটবল ও মহমেডানকে খুব ভালো ভাবেই চেনেন।
মহমেডান স্পোর্টিং বনাম পঞ্জাব এফসি, সন্ধে ৭.৩০ থেকে, স্পোর্টস ১৮, জিও সিনেমায় সম্প্রচার