UEFA Champions League : ‘মিলান ডার্বি’-তে জয় ইন্টারের, ফাইনালের পথে এগিয়ে গেলেন জেকোরা
Inter Milan vs AC Milan : মিলান ডার্বি নিয়ে উত্তেজনার শেষ নেই। সান সিরোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ ব্যবধানে হেরে গেল এসি মিলান।

ইতালি : ইতালিয়ান ফুটবলে মিলান ডার্বি নিয়ে মাতামাতির অন্ত নেই। মিলানের দুই বিরাট প্রতিদ্বন্দ্বী এ বারের চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালে মুখোমুখি। প্রসঙ্গত ইতালিতে এই লড়াই পরিচিত ‘ইউরোডার্বি’ হিসেবে। দুই দলের ঘরের মাঠ সান সিরো। সেমিফাইনালের প্রথম লেগ ছিল অফিসিয়ালি এসি মিলানের (AC Milan) ঘরের মাঠ। ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় জোড়া গোল করে ইন্টার মিলান (Inter Milan)। শুরুতেই বিরাট ধাক্কা খেয়ে খেই হারিয়ে ফেলে এসি মিলান। এই শুরুর ধাক্কা কাটিয়ে বাকি ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান। যার ফলে মিলান ডার্বি এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এগিয়ে গেল ইন্টার মিলান। এই মাঠেই হবে ফিরতি লেগও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইউরোপিয়ান টুর্নামেন্টে গত পাঁচবারের সাক্ষাতে এই প্রথম মিলানকে হারাতে পারল ইন্টার। আগের চার ম্যাচের মধ্যে দু’বার জিতেছিল মিলান, অন্য দু’টি ড্র হয়েছিল। সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৮ মিনিটের মাথায় হাকান চালহানোগলুর কর্নারে বাঁ পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন জেকো। যার ফলে ১-০ এগিয়ে যায় ইন্টার মিলান। এরপর ১১ মিনিটে ফের ইন্টার মিলানের হয়ে ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে খাপছাড়া দেখায় এসি মিলানকে। শেষ ৫-৬ ম্যাচে দারুণ খেলেছিল মিলান। কিন্তু ইন্টারের বিরুদ্ধে মিলানের সেই রক্ষণে অতটা ঝাঁঝ দেখা গেল না। ৩-০ ব্যবধানে মিলানকে হারাতেও পারত ইন্টার। ৩১ মিনিটের মাথায় লাওতারো মার্টিনেজকে ফাউল করে মিলান ডিফেন্ডার সিমোন কায়ের হলুদ কার্ড দেখেন। ওই সময় পেনাল্টি পায় ইন্টার। তবে ভিএআর রিপ্লে দেখে কার্ড ও পেনাল্টি দুটোই বাতিল করে দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে রায়ান গিগসের পর দ্বিতীয় বয়স্ক ফুটবলার হিসেবে গোল করলেন ইন্টার মিলানের জেকো।
দ্বিতীয়ার্ধে শুরুটা অবশ্য ভালো করেছিল মিলান। যদিও শেষ পর্যন্ত একটি গোলও শোধ করতে পারেননি অলিভিয়ের জিরুরা। ৫০ মিনিটের মাথায় ২০ গজ দূর থেকে ব্রাহিম দিয়াসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তার তিন মিনিট পর আরও একটি ভালো সুযোগ পায় মিলান। যদিও শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র মেসিয়াস। ৬৪ মিনিটে অলিভিয়ের জিরুর পাস থেকে সান্দ্রো তেনালির শট পোস্টে লাগে। বার বার সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেনি এসি মিলান। প্রসঙ্গত, একই মাঠে ১৭ মে হবে ফিরতি লেগ। আর সেটি হবে ইন্টারের ‘হোম ম্যাচ’।





