লন্ডন: ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে দূরত্ব কি ক্রমশ বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)? ঘটনা যেন সে দিকেই গড়াচ্ছে। মরসুম যত শেষের দিকে এগোচ্ছে, ততই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে সম্পর্ক শীতল হয়ে আসছে সিআর সেভেনের। বিতর্ক জড়িয়ে পড়ছেন। কোচের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছচ্ছে। শুধু তাই নয়, দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে ৩৭ বছরের তারকার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাগনিক তো মেনেই নিচ্ছেন, ওল্ড ট্র্যাফোর্ড রোনাল্ডো খুশি কিনা, তিনি নিজেও জানেন না। আর সেই কারণেই অনেকে বলতে শুরু করেছেন, মরসুম শেষ হলেই কেরিয়ারের প্রথম ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলবেন সিআর সেভেন। শনিবার রাতে টটেনহ্যামের বিরুদ্ধে ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাঞ্চেস্টার সিটির কাছে ১-৪ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে রাগনিকের টিম। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর এই ম্যাচ জেতা জরুরি। তার থেকেও বড় কথা হল, আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে ইপিএলের প্রথম চারে থাকতে হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। তা শেষ পর্যন্ত হবে কিনা, সমর্থকরাই আশঙ্কায় রয়েছেন।
রোনাল্ডোকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। চোটের কারণে সিটি ম্যাচ খেলেননি তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু টিমেও না থাকায় অনেকেই সিআর সেভেনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। টিম যখন ম্যাঞ্চেস্টার ডার্বি খেলতে ব্যস্ত, তখন তিনি পর্তুগালে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। ৩৭ বছরের ফুটবলার এটা কি করে করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সবচেয়ে বড় কথা হল, রোনাল্ডোর যে চোট রয়েছে, তাও জানতেন না রাগনিক। এমনকি, ফুটবলাররাও জানতেন না, টিম হোটেলে আসবেনই না রোনাল্ডো। তাঁকে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। শোনা গিয়েছিল, ম্যাঞ্চেস্টার ডার্বিটা অন্য ছকে খেলতে চেয়েছিলেন রাগনিক। সেই কারণেই তিনি শুরুতে রোনাল্ডোকে টিমে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতেই চটেছিলেন সুপারস্টার। ওই রাগের কারণেই কি সিটি ম্যাচে টিমের সঙ্গে ছিলেন না? রোনাল্ডোকে ঘিরে অনেক প্রশ্ন।
রোনাল্ডো কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে অখুশি? এই প্রশ্নের জবাবে রাগনিক বলেছেন, ‘একেবারেই জানি না। এমনকি, ওকে আমি জিজ্ঞেসও করিনি, ও এই ক্লাবে খুশি কিনা। এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টটেনহ্যামের বিরুদ্ধে খেলার জন্য রোনাল্ডো ফিট কিনা। বৃহস্পতিবার থেকে ও ট্রেনিং শুরু করেছে। শনিবারের ম্যাচটা আমরা কোন ফর্মেশনে খেলব, সেটা দেখতে হবে।’
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে ছিলেন রোনাল্ডো। এখনও পর্যন্ত ১৫টা গোল করে ফেলেছেন। কিন্তু গত কয়েকটা ম্যাচে একেবারে ছন্দে নেই পর্তুগিজ সুপারস্টার। শেষ ১০টা ম্যাচে মাত্র ১টা গোল করেছেন তিনি। আর সেই কারণেই রোনাল্ডোকে নিয়ে উঠছে এত কথা।
রোনাল্ডোর পর্তুগাল চলে যাওয়া নিয়ে রাগনিক বলেছেন, ‘সাত দিন আগে কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমার কাছে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। এ ছাড়া কোনও কিছু নিয়েই আমি ভাবছি না। কাভানি আর রোনাল্ডো ট্রেনিংয়ে ফিরেছে। শনিবারের ম্যাচের জন্য ওরা দু’জনেই তৈরি।’