হায়দরাবাদ: শেষ দুটো ম্যাচে একটাতে হার, একটা ড্র। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটাতে জয়। সময়টা একেবারে ভালো যাচ্ছে না এটিকে মোহনবাগানের। লিগ শিল্ড আগেই ফস্কে গিয়েছে। দ্বিতীয় স্থানেও ওঠার কোনও সম্ভাবনা নেই। ফলে প্লে অফে কঠিন বাধার সামনেই পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। আজ নিজামের শহরে হায়দরাবাদ এফসির সামনে এটিকে মোহনবাগান। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চার নম্বরে হুয়ান ফেরান্দোর দল। টিমের পারফরম্যান্সে হতাশ সবুজ-মেরুন সমর্থকরা। দলের খারাপ পারফরম্যান্স নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাও বলতে চেয়েছে মোহনবাগান ক্লাব। কোচ হুয়ান ফেরান্দোর ভবিষ্যৎ সংশয়ের মুখে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি আর এফসি গোয়া। এমনকি ২৭ পয়েন্ট নিয়ে এফসি গোয়াও উঠে এসেছে সাত নম্বরে। এই জায়গা থেকে পয়েন্ট খোয়ালে আরও নীচে নেমে যেতে পারে মোহনবাগান। তাই হায়দরাবাদ ম্যাচ জিতে নিজেদের প্লে অফের রাস্তা পরিষ্কার করে রাখতে চান প্রীতম কোটালরা। বিস্তারিত TV9Bangla-য়।
১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে হায়দরাবাদ এফসি। শেষ দুটো ম্যাচে জেতেনি নিজামের শহরের দলও। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। ওড়িশার কাছে শেষ ম্যাচেই হেরেছেন ওগবেচে, হেরেরা, ইয়াসিররা। জয়ে ফেরার জন্য অল আউট ঝাঁপাতে মরিয়া কোচ ফেরান্দো। দলের স্ট্রাইকিং সমস্যা ভোগাচ্ছে। পেত্রাতোস, মনবীর, লিস্টনের মতো অ্যাটাকাররা বিপক্ষের ঘুম কাড়তে ব্যর্থ। যা অবশ্যই ভাবাচ্ছে বাগান শিবিরকে। কোচ ফেরান্দো আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসলেও, তাঁর দলের ফুটবলাররা মোটেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না।
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন হুগো বোমাস। এই ফরাসি মিডিও ফিরলে আপফ্রন্টের চাপ অনেকটাই কমত। প্লে মেকার বোমাসের অভাব টের পেয়ে আসছেন ফেরান্দো। মাঝমাঠে বলের দখল নিয়ে হায়দরাবাদ বধের অঙ্ক কষছেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে চোটও। কুঁচকির চোটে হায়দরাবাদের বিরুদ্ধে অনিশ্চিত কার্ল ম্যাকহিউও। হায়দরাবাদের ওগবেচেকে সামলাতে রক্ষণে সজাগ থাকতে হবে হ্যামিলদের। মহম্মদ ইয়াসির, হোলিচরণ নার্জারি, চিয়ানেসরাও বিপদে ফেলতে পারেন বাগান রক্ষণকে।
লিগ শিল্ড হাতছাড়া করে নিজের ভবিষ্যৎ সংশয় করে তুলেছেন ফেরান্দো। এ বার আইএসএল চ্যাম্পিয়ন না হলে, বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। সেটা ভালোই আঁচ করতে পারছেন স্প্যানিশ কোচ ফেরান্দো। আইএসএলের পর রয়েছে সুপার কাপ। সেটাই হয়তো তাঁর লাস্ট অ্যাসাইনমেন্ট হতে পারে। তাই বাগানে নিজের খুঁটি মজবুত করতে হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি সাজাচ্ছেন ফেরান্দো।