ISL 2022-23: নর্থ ইস্ট চ্যালেঞ্জের আগে মনোবল তুঙ্গে ইস্টবেঙ্গলের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 07, 2023 | 5:33 PM

East Bengal vs NEUFC: এ দিকে সোমবার রাত থেকে একটা খবরে ভাইরাল সোশ্যাল মিডিয়া। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে আরও ২ বছর থাকার প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। যদিও নর্থ ইস্ট ম্যাচের আগে ব্রিটিশ কোচ সাফ জানিয়ে দেন...

ISL 2022-23: নর্থ ইস্ট চ্যালেঞ্জের আগে মনোবল তুঙ্গে ইস্টবেঙ্গলের
শেষ বেলায় লিগেও এ ভাবেই ছুটতে চায় ইস্টবেঙ্গল...।
Image Credit source: East Bengal

Follow Us

কলকাতা: একটা জয়েই বদলে গিয়েছে দলের মনোবল। কেরল ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের। প্লে অফে খেলার আশা নেই বললেই চলে। বাকি চার ম্যাচে ভালো পারফর্ম করে লিগ টেবিলে সম্মানজনক জায়গায় শেষ করাই এখন লক্ষ্য লাল-হলুদের। টানা চার ম্যাচ হারের পর কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছেন ক্লেটন সিলভারা। একই সঙ্গে এ বারের আইএসএলের প্রথম কোনও ম্যাচে গোল হজম করেনি লাল-হলুদ। এই দুটোই পজিটিভ দিক কনস্ট্যান্টাইনের দলের কাছে। বুধবার ইস্টবেঙ্গলের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অ্যাওয়ে ম্যাচে এই নর্থ ইস্টকে ৩-১ হারিয়েছিলেন ক্লেটনরা। লিগের লাস্ট বয় নর্থ ইস্ট। ১৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছে, একটিতে ড্র। অন্য দিকে, ১৬ ম্যাচে পাঁচটায় জিতে ইস্টবেঙ্গলের সংগ্রহ ১৫ পয়েন্ট। লিগ টেবিলের নয় নম্বরে আছে কনস্ট্যান্টাইনের দল। ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ প্রিভিউ বিস্তারিত TV9Bangla-য়।

নর্থ ইস্টের কোচ পরিবর্তন হয়েছে। যোশেবা বেইতিয়ার মতো ফুটবলারকে নিয়েছে নর্থ ইস্ট। এই স্প্যানিশ মিডিওর সৌজন্যেই ৩ বছর আগে আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। নর্থ ইস্টকে সমীহই করছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। কার্ড সমস্যার জন্য বুধবারের ম্যাচে নেই ভিপি সুহের আর মোবাশির রহমান। দলে কিছু চোট আঘাত সমস্যাও রয়েছে।

কেরল ম্যাচে অভিষেক হয়েছিল জেক জার্ভিসের। ব্রিটিশ মিডিওর খেলা প্রসঙ্গে কনস্ট্যান্টাইন বলেন, ‘গত অক্টোবরে ফিনল্যান্ডে শেষ বার ৯০ মিনিট খেলেছিল। তবে ওর ফিটনেসে তেমন কোনও সমস্যা নেই। প্রথম দর্শনে ওকে ভালোই লেগেছে।’ নর্থ ইস্টের বিরুদ্ধেও শুরু থেকে খেলতে পারেন জার্ভিস। নিজের দল প্রসঙ্গে ব্রিটিশ কোচ বলেন, ‘ধীরে ধীরে ছেলেরা উন্নতি করছে। যত বেশি পরিশ্রম, তত সুফল মিলবে। আমি আশা রাখি, মাঠে শেষ মিনিট পর্যন্ত ওরা লড়বে।’

এ দিকে সোমবার রাত থেকে একটা খবরে ভাইরাল সোশ্যাল মিডিয়া। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে আরও ২ বছর থাকার প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। যদিও নর্থ ইস্ট ম্যাচের আগে ব্রিটিশ কোচ সাফ জানিয়ে দেন, এমন কোনও প্রস্তাব তিনি এখনও পাননি। আইএসএলের বাকি চার ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলতে চায় ইস্টবেঙ্গল। কনস্ট্যান্টাইন মনে করেন, বাকি চার ম্যাচের মধ্যে দুটো কী তিনটে ম্যাচ জিতলে সুপার কাপের আগে দল ভালো জায়গায় থাকবে। ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়বে।

এ দিকে, কেরল ম্যাচে জার্সি ছোড়ার অপরাধে অঙ্কিত মুখোপাধ্যায়কে শো কজ করেছে ম্যানেজমেন্ট। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে উত্তর দিতে হবে। অঙ্কিতকে অনুশীলনেও আসতে বারণ করা হয়েছে।

Next Article