রয়ের ফর্ম নিয়ে চিন্তায় নেই হাবাস

Jan 02, 2021 | 7:23 PM

শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরও উদ্বিগ্ন নন কোচ হাবাস।

রয়ের ফর্ম নিয়ে চিন্তায় নেই হাবাস
প্র্যাক্টিসে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। (সৌজন্যে- এটিকে মোহনবাগান টুইটার)

Follow Us

৮ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে এই মুহূর্তে আইএসএল (ISL) লিগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু আগের ম্যাচে চেন্নাইয়নের কাছে আটকে গিয়েছিল মোহনবাগান। সে সব ভুলে রবিবার নর্থইস্টের বিরুদ্ধে নামছেন ডেভিড উইলিয়ামস, অরিন্দম ভট্টাচার্যরা। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে চাইছেন হাবাস (Habas)। নর্থইস্টের কাছে রবিবার ধাক্কা খেলে লিগ টেবিলে প্রভাব পড়তে পারে। যে কারণে আরও বেশি সতর্ক এটিকে মোহনবাগান।

১৬ ডিসেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে শেষ গোল করেছিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। তার পর গত তিন ম্যাচে গোল নেই তাঁর। কৃষ্ণার ফর্মে না থাকা যদিও চিন্তায় রাখছে না হাবাসকে। সবুজ মেরুন কোচ বলেছেন, “শেষ ম্যাচগুলোতে শুধু রয় কৃষ্ণা নয়, পুরো দলের পারফরম্যান্সই আমাকে বিশ্লেষণ করতে হবে। দলের মনোভাব আর পারফরম্যান্স ঠিকঠাক আছে। সবাই ১০০ শতাংশই দিচ্ছে। কৃষ্ণা যে কোনও সময় গোলে ফিরবে। তবে আমার ফোকাস টিমের পারফরম্যান্স।”

আরও পড়ুন: ১৯ ফেব্রুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি

শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরও উদ্বিগ্ন নন কোচ হাবাস। তাঁর কথায়, “আমি উদ্বিগ্ন থাকতাম, যদি দল গোল করার সুযোগ না পেত। তা তো নয়, বরং গোলের সুযোগ যথেষ্ট তৈরি হচ্ছে। আমার বিশ্বাস, যে কোন মুহূর্তে আমরা গোলে ফিরব।” চোট সারিয়ে আজ হয়তো মাঠে ফিরছেন জাভি হার্নান্ডেজ।

এখনও পর্যন্ত ৫টি ম্যাচে খেলেছেন এডু গার্সিয়া। নর্থইস্টের বিরুদ্ধে খেলার আগে এটিকে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, “শেষ ম্যাচটাতে আমরা সেরা দিতে পারিনি। তবে মনবীর, উইলিয়ামসরা অত্যন্ত ভালো স্ট্রাইকার। ওরা আমাদের ভীষণ সাহায্য করেছে।”

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই রাজু-অঙ্কিতের

নিজের পারফরম্যান্সে কি খুশি? প্রশ্নের উত্তরে গার্সিয়ার জবাব, “আমি আরও ভালো খেলতে পারি। তবে এখনও যা দিতে পেরেছি, তাতে খুশি। চোটের জন্য মরসুমের শুরুটা খুব একটা ভালো যায়নি। এ বার আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

পয়েন্ট নষ্ট হলেও হাবাসের ফোকাস রাখেন টিমগেম ও ধারাবাহিকতায়। যাতে টিম দ্রুত জয়ে ফেরে, সেই ছকই সাজাচ্ছেন সবুজ মেরুনের বিদেশি কোচ।

Next Article