ISL Final 2020: কোন তারকা ফুটবলারের ঝুলিতে গেল কোন পুরস্কার?
ফতোরদা স্টেডিয়ামে সপ্তম আইএসএলের (ISL Fianl) চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। অল্পের জন্য এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হাতছাড়া হল ট্রফি। জয়ের স্বপ্ন অধরা রইলেও সবুজ-মেরুন শিবিরে গেল অন্য দুই পুরস্কার। তবে আইএসএলে রানার্স আপ হয়ে এটিকে মোহনবাগানের প্রাপ্তি হল এএএফসি কাপে খেলা নিশ্চিত করা। এক নজরে দেখে নেব কোন তারকা ফুটবলার কি পেলেন সপ্তম আইএসএল থেকে..