EURO 2020 : অস্ট্রিয়া চোখে আঙুল দেখিয়ে দিল ইতালির দুর্বলতা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 27, 2021 | 6:00 AM

এক, প্রতিপক্ষের ডিফেন্স জমাট হলে তা ভাঙার মত স্ট্রাইকার ইমমোবিলে ছাডা় আর কেউ নেই। মাঝমাঠের বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ কড়া টক্কর দিলে চাপে পড়ে যায় নীল জার্সিরা। তিন, চিয়েল্লিনি না থাকা এই ইতালির কাছে ফ্যাক্টর।

EURO 2020 : অস্ট্রিয়া চোখে আঙুল দেখিয়ে দিল ইতালির দুর্বলতা
কোয়ার্টার ফাইনালে ওঠার পর সেলিব্রেশনের কোলাজ ইতালির

Follow Us

ইতালি- ২ (চিয়েসা ৯৫’, পেসিনা ১০৫’)

অস্ট্রিয়া- ১ ( ক্যালাডজিক ১১৪’)

 

লন্ডনঃ গ্রুপ পর্বের ম্যাচে ছিল অপ্রতিরোধ্য।ধরাছোঁয়ার বাইরে ছিল তাঁরা। প্রিকোয়ার্টার ফাইনালে স্বভাবতই তাঁরা ছিল তর্কাতীতভাবে ফেভারিট। তবে ইউরো কাপের(EURO 2021) দ্বিতীয় প্রিকোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া(AUSTRIA) যেভাবে নাস্তানাবুদ করে ছেড়েছে ইতালিকে(ITALY), তাতে অবাক ফুটবল দুনিয়া। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর একস্ট্রা টাইমে ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে(QUARTER FINAL) ইতালি। ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স চিন্তা বাড়াল ইতালি কোচ মানচিনির(ROBERTO MANCINI)।

অস্ট্রিয়া যে এমন বেগ দেবে ইতালিকে, এটা বুঝতে পারেনি ফুটবলমহল। কারন, গ্রুপ পর্বের তাঁদের পারফরম্যান্স। তবে নক আউট লড়াই যে অন্য স্নায়ুযুদ্ধ, তা যেন দেখিয়ে দিল অস্ট্রিয়া। ম্যাচের শুরু থেকেই শক্তিশালী ইতালিকে কড়া টক্কর দিতে শুরু করে অস্ট্রিয়া। যেমন ডিফেন্স, তেমনি কাউন্টার অ্যাটাক। এদিন প্রথমার্ধের ৩২ মিনিটে ইমমোবিলের শট পোস্টের কোনায় লাগা ছাড়া তেমন কোনও সিুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ইতালিকে আরও চাপে ফেলতে থাকে অস্ট্রিয়া। ইতালির ডিফেন্স ছিল কঠিন পরীক্ষার মুখে। ম্যাচের ৬৮ মিনিটে মার্কো আর্নৌটোভিচের গোল করেন অস্ট্রিয়ার জন্য। অস্ট্রিয়া যখন উচ্ছ্বাসে মাতোয়া, ভার অফসাইডের জন্য বাতিল করে গোলটি। এরপর ম্যাচ মোড় উত্তেজনায়। একবার ইতালি, একবার অস্ট্রিয়া, পেনাল্টির জন্য দাবি জানালে বাতিল করেন রেফারি। নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ভাবে।

 

একস্ট্রাটাইমে ম্য়াচ গড়াতেই ইতালি যেন অন্য মেজাজে। ম্যাচের ৯৫ মিনিটে চিয়েসার গোলে এগিয়ে যায় ইতালি। স্বস্তি ফিরল আজুরিব্রিগেডে। একস্ট্রা টাইমের একেবারে শেষ মুহূর্তে পেসিনার গোলে ব্যবধান বাড়ায় ইতালি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ওয়েম্বলিতে অস্ট্রিয়া সমর্থকদের হাহাকার। দ্বিতীয়ার্ধে ক্যালাডজিক গোল করে ব্যবধান কমালেও, জয় যে কঠিন  তা যেন বুঝে গিয়েছিল অস্ট্রিয়া।

গ্রুপ পর্বের ম্যাচের পর ইতালিকেই এই ইউরোর যোগ্যতম দাবিদার হিসেবে ধরছিল। তবে মানচিনির ইতালির ফাঁকফোকরগুলো যেন এদিন আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রিয়া। এক, প্রতিপক্ষের ডিফেন্স জমাট হলে তা ভাঙার মত স্ট্রাইকার ইমমোবিলে ছাডা় আর কেউ নেই। মাঝমাঠের বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ কড়া টক্কর দিলে চাপে পড়ে যায় নীল জার্সিরা। তিন, চিয়েল্লিনি না থাকা এই ইতালির কাছে ফ্যাক্টর।

টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার পর মানচিনির ইতালি  ৮৩ বছর আগের রেকর্ড ভাঙল ঠিকই। তবে অনেক প্রশ্ন তৈরি হল ফেভারিট ইতালির পারফরম্যান্সে।

Next Article