টোকিও: দোহার অভিশপ্ত অধ্যায় ভুলতে চায় জাপান (Japan Football Team)। শেষ ৬টি বিশ্বকাপেই অংশ নিয়েছে জাপান। তবে ১৯৯৪ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার জ্বালা এখনও ভুলতে পারেনি তারা। এ বারের বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে রয়েছে জাপান। গ্রুপে তাদের সঙ্গে আছে জার্মানি, স্পেন আর কোস্টারিকা। মঙ্গলবারই বিশ্বকাপের (FIFA World Cup 2022) জন্য ২৬ জনের নাম ঘোষণা করেছে জাপান। বার্সেলোনার যুব দলের প্রাক্তন ফুটবলার তাকেফুসা কুবো আর ব্রাইটনের ফুটবলার কাওরু মিতোমা আছেন দলে। ২৮ বছর আগে এই দোহাতেই বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল জাপানের। সেই ঘটনা তুলে ধরল TV9 Bangla।
১৯৯৪ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইরাকের কাছে শেষ মিনিটের গোলে ম্যাচ হারে জাপান। কাতারের রাজধানী দোহায় হয়েছিল সেই ম্যাচ। ওই হারের ফলেই বিশ্বকাপে খেলা হয়নি জাপানের। সে যন্ত্রণা এখনও ভুলতে পারেননি হাজিমে মোরিয়াসুরা। ওই ঘটনাকে ‘ট্র্যাজেডি অব দোহা’ নামে আখ্যা দেয় জাপানিরা। হাজিমে মোরিয়াসু এখন জাপানের দলের ম্যানেজার। ১৯৯৪ সালের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দোহাতেই আমাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়েছিল। ওই যন্ত্রণা আমরা ভুলতে পারব না কখনও। তবে এ বারে আমরা প্রতিশোধের কথা ভাবছি না। আমাদের দল খুব ভালো। দোহায় আমার অভিজ্ঞতা খুব খারাপ। অভিশপ্ত দোহাকে এ বার আমরা খুশির দোহা বানাতে চাই।’
২৩ নভেম্বর জার্মানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে জাপান। ২৭ তারিখ কোস্টারিকা আর ১ ডিসেম্বর স্পেনের বিরুদ্ধে খেলবেন ইয়োশিদারা। সাউদাম্পটনের প্রাক্তন ফুটবলার মায়া ইয়োশিদা বিশ্বকাপে জাপানের দলকে নেতৃত্ব দেবেন। ফ্র্যাঙ্কফুর্টের দিয়াচি কামাডা আর মোনাকোর তাকুমি মিনামিনোকেও রাখা হয়েছে ২৬ জনের দলে।