JPN vs CRO FIFA WC Match Preview: ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ পেরোনোই লক্ষ্য জাপানের সুপার-সাব রিতসু দোয়ানের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 05, 2022 | 7:30 AM

JAPAN vs CROATIA FIFA world Cup 2022: ক্রোয়েশিয়া ম্যাচের আগে রিতসু বলছেন, 'ম্যাচটা ১১ জন বনাম ১১ জনের। তবে প্লেয়ার হিসেবে আমি মনে করি, ২৬ জন বনাম ১১। এ বার বিশ্বকাপে পাঁচটি পরিবর্তন করা যাচ্ছে। এই নিয়মটির জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের টিমে এমন অনেকে রয়েছে, যারা পরিবর্ত হিসেবে নেমেও ম্যাচের রং বদলে দিতে পারে।'

JPN vs CRO FIFA WC Match Preview: ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ পেরোনোই লক্ষ্য জাপানের সুপার-সাব রিতসু দোয়ানের
Image Credit source: twitter, AFP

Follow Us

দোহা : গ্রুপ পর্বে অনবদ্য পারফরম্যান্স করেছে জাপান। প্রথম ম্য়াচে জার্মানির মতো দলের বিরুদ্ধে পিছিয়ে পড়ে জয়। তৃতীয় ম্যাচে শক্তিশালী স্পেনকেও একই ভঙ্গিতে হারিয়েছে তারা। জাপানের জয়ে বিশ্বকাপ থেকেই ছিঁটকে গিয়েছে জার্মানি। টানা দ্বিতীয় বার গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে চার বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। তেমনই শক্তিশালী স্পেনকে হারিয়ে নকআউট নিশ্চিত করা। এশিয়ার অন্যতম শক্তি শেষ ষোলোয় আজ নামছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গত বারের রানার্স ক্রোয়েশিয়া। এ বার শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে। নকআউটে রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষা জাপান বনাম ক্রোয়েশিয়াকে ঘিরে। মাঠে নামার আগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জাপানের সুপার সাব রিতসু দোয়ান। ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

জার্মানি এবং স্পেন। দুই ম্যাচেই বেঞ্চে ছিলেন মিডফিল্ডার রিতসু দোয়ান। পরিবর্ত হিসেবে নেমে গোল করে সমতা ফেরান। গ্রুপ সেরা হয়ে নকআউটে পৌঁছনোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন রিতসু। জার্মানির বিরুদ্ধে মাঠে নামার ৪ মিনিটের মধ্যেই গোল করেন। স্পেনের বিরুদ্ধে বিরতিতে পরিবর্ত হিসেবে নেমে ২ মিনিটের মধ্যেই গোল। ক্রোয়েশিয়া ম্যাচের আগে রিতসু বলছেন, ‘ম্যাচটা ১১ জন বনাম ১১ জনের। তবে প্লেয়ার হিসেবে আমি মনে করি, ২৬ জন বনাম ১১। এ বার বিশ্বকাপে পাঁচটি পরিবর্তন করা যাচ্ছে। এই নিয়মটির জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের টিমে এমন অনেকে রয়েছে, যারা পরিবর্ত হিসেবে নেমেও ম্যাচের রং বদলে দিতে পারে।’ সঠিক সময়ে সঠিক পরিবর্তন। জাপান কোচ হাজিমে মরিয়াসুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা। এ বারের বিশ্বকাপে জাপানের ৪টি গোলের মধ্যে তিনটিই করেছেন পরিবর্ত ফুটবলাররা। রিতসু আরও যোগ করলেন, ‘পিএসভি আন্দোভানে পরিবর্ত হিসেবে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সকলেই চায় প্রথম একাদশে জায়গা করে নিতে। তবে আমাদের কোচ যেমন বলেন, ২৬ জন বনাম ১১ জন।’ কোস্টারিকার বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন রিতসু। সেই ম্যাচটি ০-১ ব্য়বধানে হারে জাপান। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে রিতসু বলছেন, ‘ওরা খুবই কঠিন দল। প্রচুর অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাই এই ম্যাচের আগে আত্মতুষ্টিতে ভুগতে চাই না।’

শুরুটা যেমনই হোক, ছন্দে ফেরা ক্রোয়েশিয়ারও লক্ষ্য়, গত বারের মতো এগিয়ে যাওয়া। গত বারের রানার্স হলেও জাপানকে হালকা ভাবে নিচ্ছে না ক্রোয়েশিয়া শিবির। তাদের মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা। ম্যাচের আগে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার জসকো গার্দিওল বলছেন, ‘দেশের হয়ে খেলার সময় যখন দেখি মাঝমাঠে মদ্রিচ, কোভাসিচ, ব্রোজোভিচের মতো ফুটবলার রয়েছে, সবকিছুই সহজ মনে হয়। আমি কখনোই উদ্বিগ্ন হই না। ওদের উপর ভরসা রয়েছে। আশা করব, এটাই যেন লুকার (মদ্রিচ) শেষ বিশ্বকাপ না হয়। ওর অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে এগোতে চাই।’ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলছেন, ‘কোনও প্রতিপক্ষকে ছোট করে দেখি না আমরা। জাপান প্রকৃত অর্থেই সামুরাইদের মতো লড়াই করছে। জিততে হলে, আমাদেরও লড়াই করতে হবে।’

Next Article