বার্লিন: জুলাই মাসে ইউরো কাপের পর আর জার্মানির কোচ হিসেবে দেখা যাবে না জোয়াকিম লো-কে। কাতার বিশ্বকাপ পর্যন্ত লো-র সঙ্গে চুক্তি আছে জার্মান ফুটবল সংস্থা। তবু তিনি এক বছর আগেই দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছেন। জার্মান ফুটবল সংস্থাই এক এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।
আরও পড়ুন: রক্ষণের দুর্বলতাই ভাবাচ্ছে শঙ্করলালকে
২০০৬ সাল থেকে জার্মান টিমের দায়িত্বে আছেন লো। ২০১৪ সালে রিও বিশ্বকাপে চ্যাম্পিয়নও করেছেন টিমকে। কিন্তু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের (Russia World Cup) গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তাও জাতীয় ফুটবল সংস্থা লো-র (Joachim Low) উপরেই আস্থা রেখেছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ১৮৯ ম্যাচ খেলে ১২০টা জিতেছেন লো। ৩৮টা ড্র, ৩১টা হার। প্রায় ১৫ বছর দায়িত্বে থাকার পর কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এমনিতে খুব একটা ভালো সময় যাচ্ছে না ৬১ বছরের লো-র। গত নভেম্বরে নেশন্স লিগে স্পেনের কাছে ০-৬ হেরেছে জার্মানি। যে কারণে লো-র সরে যাওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই পদত্যাগ হিসেবে দেখছেন। লো বলেছেন, ‘ভীষণ ভাবে গর্বিত এবং কৃতজ্ঞ আমাকে জাতীয় টিমের কোচের দায়িত্ব দেওয়ার জন্য।’
Joachim #Löw will step down as national team head coach after @EURO2020. pic.twitter.com/t4OuyQmaSC
— Germany (@DFB_Team_EN) March 9, 2021
রাশিয়া বিশ্বকাপে বিপর্যয়ের পর থেকেই লো-র আধিপত্য কমতে শুরু করেছে। নতুন এক জার্মান টিম তৈরি করতে গিয়ে তা আরও খুইয়েছেন তিনি। জাতীয় টিমের অন্যতম ভরসার মুখ তিন ফুটবলার টমাস মুলার জেরম বোয়াতেং, মাটস হামেলসের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। এঁদের বাদ দিয়ে টিম গড়ে সাফল্য পাননি লো। বরং একের পর এক ম্যাচ হেরে বসেছেন। খানিকটা চাপে পড়েই এই তিন ফুটবলারকে আবার জাতীয় টিমে ফেরানোর ইঙ্গিতও দিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, লো-র কোচিং পদ্ধতির উপর থেকে ভরসা অনেকটাই কমেছে।
জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্ট ফিরত্জ কেলের বলেছেন, ‘জোয়াকিম লো-র সিদ্ধান্তকে সম্মান জানাই। ফেডারেশন খুব ভালো করে জানে জোগি কেমন কোচ। ও বিশ্বের অন্যতম সেরা। ও জার্মান ফুটবল টিমকে একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছিল। সেটা সাফল্যের সঙ্গে করতে পেরেছিল বলেই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানও পেয়েছে।’