AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IFA: বিদায়বেলাতেও জয়দীপের মুখে টিম আইএফএ, এজিএমে গরহাজির তিন প্রধানই

আইএফএ-র বিদায়ী সচিব জয়দীপ মুখোপাধ্যায় টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বললেন, 'কিছুটা মন খারাপ তো বটেই। রোজ কাজের মাঝেও আইএফএ দফতর ঘুরে যেতাম। কাল থেকে রুটটা পাল্টে যাবে। অনেক কিছু মিস করব। যা সাফল্য এসেছে তার পুরো কৃতিত্বই টিম আইএফএ-র।'

IFA: বিদায়বেলাতেও জয়দীপের মুখে টিম আইএফএ, এজিএমে গরহাজির তিন প্রধানই
জয়দীপ মুখোপাধ্যায়। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jun 16, 2022 | 8:09 PM
Share

কলকাতা: তিন বছরের মেয়াদ শেষ করেই আইএফএ (IFA) সচিবের পদ থেকে চলে গেলেন জয়দীপ মুখোপাধ্যায়। খুবই স্বল্প সময় আইএফএ-র দায়িত্বে থেকে বিভিন্ন রকম কাজ করেছেন। অনেক প্রশংসাও পেয়েছেন ময়দানের। একই সঙ্গে সামলেছেন অনেক চ্যালেঞ্জও। প্রায় এক মাস আগেই আইএফএ সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। গত সোমবার সেই পদত্যাগপত্র গ্রহণ করেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে আইএফএ সচিব পদে আসার সময় আইএফএ-তে দেনা ছিল প্রায় ১৫ কোটি টাকা। সচিব পদ ছেড়ে যাওয়ার সময় প্রায় ৫ কোটি টাকা দেনা ছেড়ে যাচ্ছেন জয়দীপ। ৩ বছরে অনেক দেনাই মিটিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে আইএফএ-র ব্যাঙ্ক ব্যালান্সে রেখে যাচ্ছে ১ কোটি ১৭ লক্ষ টাকা। কোভিড পরিস্থিতির মধ্যেও আইএফএ দফতরে হাজির থেকেছেন জয়দীপ। দুই প্রধান না খেলা সত্ত্বেও কলকাতা লিগ করেছেন দক্ষতার সঙ্গে। জয়দীপের আমলেই তিন প্রধানের কোনও দল (পিয়ারলেস) কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। বিদায়বেলায় কিছুটা হলেও আবেগতাড়িত আইএফএ-র প্রাক্তন সচিব।

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সুবর্ণ বণিক সভা হলে আইএফএ-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। করতালির মাধ্যমেই আইএফএ-র বিদায়ী সচিবকে সংবর্ধনা জানান কর্তারা। আইএফএ-র গভর্নিং বডিতে এলেন স্বপন বন্দ্যোপাধ্যায়, বাবলু কোলে, সমর পাল। ২০ তারিখ নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হতে চলেছে। ওই দিনই বেছে নেওয়া হবে আইএফএ-র নতুন সচিব আর তিন সহসভাপতিকে। সচিব হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত।

আইএফএ-র বিদায়ী সচিব জয়দীপ মুখোপাধ্যায় টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বললেন, ‘কিছুটা মন খারাপ তো বটেই। রোজ কাজের মাঝেও আইএফএ দফতর ঘুরে যেতাম। কাল থেকে রুটটা পাল্টে যাবে। অনেক কিছু মিস করব। যা সাফল্য এসেছে তার পুরো কৃতিত্বই টিম আইএফএ-র।’

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়দীপের একটা দূরত্ব বরাবরই লক্ষ্য করা গিয়েছে। যদিও সেটা মানতে নারাজ আইএফএ-র সদ্য বিদায়ী সচিব। আজকের দিনে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই জয়দীপের। বরং বললেন, ‘আইএফএ সচিবের চেয়ারটা থ্যাঙ্কলেস চেয়ার। আগামী দিনে যিনি ওই চেয়ারে বসবেন তাকে শুভেচ্ছা জানাই।’ আলাদা ভাবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ধন্যবাদ জানালেন জয়দীপ। তাঁর আমলে বেশ কয়েকটি নতুন প্রোজেক্টও তৈরি হয় আইএফএ-তে। তবে আক্ষেপ একটাই। জয়দীপ বললেন, ‘দ্বিতীয় ডিভিশন থেকে পঞ্চম ডিভিশন বয়সভিত্তিক চালু করেছি। টুর্নামেন্টটা সামনে দাঁড়িয়ে আর দেখতে পারলাম না।’ উল্লেখযোগ্য, আইএফএ-র বার্ষিক সাধারণ সভায় এ দিন তিন প্রধানের কোনও প্রতিনিধিই উপস্থিত হননি। ময়দানে গুঞ্জন, ‘সচিব চলে যাওয়ায় এটা কি তাহলে তিন প্রধানের প্রতিবাদ?’

আরও পড়ুন: ATK Mohun Bagan: সবুজ-মেরুনের যুব দল বাছবেন ফেরান্দোই