Manchester City: কাই হাভার্ৎজের ‘হ্যান্ড অব পেনাল্টি’, ম্যান সিটির কাছে হেরে বিদায় চেলসির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 09, 2023 | 2:12 AM

Hand of God: ম্য়াচের ২৩ মিনিটে অনবদ্য ফ্রি-কিকে গোল করেন ম্যান সিটির রিয়াদ মাহরেজ। সেখানেই যেন সমস্ত আত্মবিশ্বাস খুঁইয়ে বসেন চেলসি ফুটবলাররা। এর পর তাদের রক্ষণ ভাঙতে সমস্য়ায় পড়তে হয়নি ম্যান সিটিকে। ২৮ মিনিটে কাই হাভার্ৎজের হ্যান্ড অফ গডে পেনাল্টি পায় ম্যান সিটি।

Manchester City: কাই হাভার্ৎজের হ্যান্ড অব পেনাল্টি, ম্যান সিটির কাছে হেরে বিদায় চেলসির
Image Credit source: twitter

Follow Us

ম্যাঞ্চেস্টার: এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। নাটকীয় ম্যাচে বেশ কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত। তেমনই বিতর্কও। রিয়াদ মাহরেজের অনবদ্য ফ্রি-কিক, তাঁর জোড়া গোল। সঙ্গে বিশ্বকাপ জয়ী জুলিয়ান আলভারেজ এবং ইংল্য়ান্ডের তরুণ স্ট্রাইকার ফিল ফডেনের গোল। চেলসি শিবিরে অস্বস্তি হয়ে রইল কাই হাভার্ৎজের ‘হ্যান্ড অব পেনাল্টি’। যা দেখে সমর্থকরা দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গডের সঙ্গেও তুলনা করতে থাকেন। মারাদোনা অবশ্য ম্যাচ জিতিয়েছিলেন। কাই হাভার্ৎজ ম্যান সিটির জয়ের ব্যবধান বাড়াতে অবদান রাখলেন। এফএ কাপে ম্যান সিটি বনাম চেলসি, বিস্তারিত TV9Bangla-য়।

এফএ কাপে ঘরের মাঠে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। চেলসিকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মাহরেজ। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন চেলসি তথা ইতালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ালুকা ভিয়ালি। শেষ বার প্রায় ২৫ বছর আগে ম্যান ইউয়ের কাছে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিল চেলসি। সে বার জোড়া গোল করেছিলেন ভিয়ালি। ম্যাচ হারলেও ভিয়ালিরা শেষ অবধি লড়াই করেছিলেন। ম্যাচ শুরুর আগে ভিয়ালিকে স্মরণ করা হয় এতিহাদ স্টেডিয়ামে। তবে ভিয়ালিদের মতো এই চেলসি অবশ্য লড়াই করতে পারল না। ৪-০’র হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

ভিএআরে কাই হাভার্ৎজের পেনাল্টি চেক। গোলের পর জুলিয়ান আলভারেজ।

এক তরফা প্রথমার্ধ। ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত ম্যান সিটি। বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়েও সাইড নেটে মারেন সিটির তরুণ ফুটবলার পামার। ম্য়াচের ২৩ মিনিটে অনবদ্য ফ্রি-কিকে গোল করেন ম্যান সিটির রিয়াদ মাহরেজ। সেখানেই যেন সমস্ত আত্মবিশ্বাস খুঁইয়ে বসেন চেলসি ফুটবলাররা। এর পর তাদের রক্ষণ ভাঙতে সমস্য়ায় পড়তে হয়নি ম্যান সিটিকে। ২৮ মিনিটে কাই হাভার্ৎজের হ্যান্ড অফ গডে পেনাল্টি পায় ম্যান সিটি। পেনাল্টি গোলে ম্যান সিটির ব্যবধান বাড়ান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের তরুণ সদস্য় জুলিয়ান আলভারেজ। ৩৮ মিনিটে অনবদ্য টিম গেমের পর গোল ফিল ফডেনের। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় সিটি। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে আরও একটি পেনাল্টি সিটির। ফিল ফডেনকে ফাউল করেন কৌলিবালি। পেনাল্টি থেকে স্কোর লাইন ৪-০ করেন মাহরেজ। চতুর্থ রাউন্ডে আর্সেনাল বনাম অক্সফোর্ড ইউনাইটেডের ম্যাচে জয়ীর বিরুদ্ধে খেলবে ম্যান সিটি।

Next Article