FIFA World Cup 2022: ‘মুখ বন্ধ রাখো’, ডাচ কোচকে পাল্টা কটাক্ষ আর্জেন্টিনার কোন ফুটবলারের?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 10, 2022 | 1:58 PM

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে নেদারল্যান্ডস কোচ গরম গরম বিবৃতি দিয়েছিলেন। মার্তিনেজই লক্ষ্য ছিল ডাচ কোচের।

FIFA World Cup 2022: মুখ বন্ধ রাখো, ডাচ কোচকে পাল্টা কটাক্ষ আর্জেন্টিনার কোন ফুটবলারের?
'মুখ বন্ধ রাখো', ডাচ কোচকে পাল্টা কটাক্ষ আর্জেন্টিনার কোন ফুটবলারের?

Follow Us

দোহা: লুতারো মার্তিনেজ (Lautaro Javier Martínez) শেষ পেনাল্টি কিকটা জালে জড়ানোর পরই শুরু হয়ে যায় উৎসব। গ্যালারি থেকে মাঠ, ততক্ষণে নীল-সাদা হয়ে গিয়েছে। ফুটবল বিশ্বের প্রতি কোণে লিওনেল মেসি (Lionel Messi) ভক্তরা ম্যাচের পর শুরু করে দিয়েছিলেন সেলিব্রেশন। কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন এলএম টেন। এই কাতারেই যেন বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয় আর্জেন্টিনার সুপারস্টারের। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর তীব্র সমালোচনায় ডুবতে হয়েছিল। সেখান থেকে পুরো টিমকে সেমিফাইনালে নিয়ে গিয়েছেন মেসি। আর দুটো ম্যাচ জিতলে কাপ মুঠোয় নেবেন তিনি। একা মেসি নন, লিওনেল স্কালোনির পুরো টিমই দুরন্ত ফর্মে রয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা যে ব্যাপক চাপের ছিল, সন্দেহ নেই। ২-০ থেকে নির্ধারিত সময়ে লুইস ভান গালের টিম ২-২ করেছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়েছে মেসির টিম। উত্তেজক ম্যাচে রোমাঞ্চ কম ছিল না। মাঠের বাইরে কি সেই কারণে ঘটে গেল নানা ঘটনা? কী ঘটল ম্যাচের পর, তুলে ধরল TV9 Bangla।

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে নেদারল্যান্ডস কোচ গরম গরম বিবৃতি দিয়েছিলেন। মার্তিনেজই লক্ষ্য ছিল ডাচ কোচের। তিনি বলেছিলেন, ম্যাচ যদি টাইব্রেকারে যায়, তা হলে মার্তিনেজ কতটা আত্মবিশ্বাসী যে, আর্জেন্টিনা জিতবে? ম্যাচ জেতার পর যে কারণে ক্ষোভ উগরে দিয়েছেন মার্তিনেজ। ম্যাচের পর যখন সেলিব্রেশন চলছে, তখনই দেখা যায় তিনি উত্তেজক কিছু বলছেন। আর তা যে তিনি বলেছেন, কবুলও করেছেন। কী বলেছেন মার্তিনেজ? স্পষ্টতই শোনা গিয়েছে, ভান গালকে গালিগালাজ করেছেন তিনি।

মার্তিনেজ বলেছেন, ‘ওঁর কথাগুলোই আগুন জ্বালিয়ে দিয়েছিল। ফুটবল খেলতে এসে আমি দেখেছি, অনেক লোকই ম্যাচের আগে নানা উল্টোপাল্টা কথা বলে থাকে। ঠিক সে ভাবেই ওরা আমাকে নিয়ে অনেক কথা বলেছিল। ওই ব্যাপারগুলোই আমার মনোবল বাড়িয়ে দিয়েছিল। আমার মনে হয়, ওঁর নিজের মুখটা বন্ধ রাখা উচিত।’

এতেই শেষ নয়, স্প্যানিশ রেফারিং নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মার্তিনেজ। ‘কোনও কারণ ছাড়াই রেফারি ১০ মিনিট স্টপেজ টাইম দিয়েছিলেন। অন্তত তিন-চারবার আমাদের বক্সের বাইরে রেফারি ওদের ফ্রি কিক দিয়েছেন। আসলে উনি চাইছিলেন যে, নেদারল্যান্ডস যেন আমাদের বিরুদ্ধে গোল করতে পারে। সেটা তো পেরেওছিল। ওই রেফারিকে যেন আর ব্যবহার না করা হয়। বিশ্বকাপের সবচেয়ে খারাপ রেফারি।’

Next Article