Euro Cup 2024: বিশেষ মাস্ক পরে খেলতে পারেন এমবাপে, কী ভাবে ডাচ-বধের ছক কষছে ফ্রান্স?

Jun 21, 2024 | 10:31 AM

NED vs FRA: ইউরো কাপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছিল। আর ডাচরাও পোল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে ইউরো শুরু করেছে। এই ম্যাচে দখল দেখাবে ডাচ-নাকি ফ্রান্স? জানতে হলে নজর রাখতে হবে লিপজিগের রেড বুল এরিনায়।

Euro Cup 2024: বিশেষ মাস্ক পরে খেলতে পারেন এমবাপে, কী ভাবে ডাচ-বধের ছক কষছে ফ্রান্স?
NED vs FRA: বিশেষ মাস্ক পরে খেলতে পারেন এমবাপে, কী ভাবে ডাচ-বধের ছক কষছে ফ্রান্স?

Follow Us

কলকাতা: অস্ট্রিয়ার বিরুদ্ধে চলতি ইউরো কাপের (Euro Cup 2024) গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচে নাকে চোট পান কিলিয়ান এমবাপে। চোটের কারণে তাঁকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। অবশ্য ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে। ডাচ-বধের ছক কী ভাবে কষছেন দিদিয়ের দেশঁ?

নাকের চোট নিয়েও দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন এমবাপে। তিনি যদি ডাচদের বিরুদ্ধে না খেলেন, তা হবে তাঁদের কাছে বড় স্বস্তির। ইউরো কাপের বাছাই পর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স এবং নেদারল্যান্ডস। ইউরোতে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছিল। আর ডাচরাও পোল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে ইউরো শুরু করেছে। এই ম্যাচে দখল দেখাবে ডাচ-নাকি ফ্রান্স? জানতে হলে নজর রাখতে হবে লিপজিগের রেড বুল এরিনায়।

ফ্রান্সের কোচ অবশ্য জানিয়েছেন, এমবাপের নাকে অস্ত্রোপচার করাতে হবে। সেটা এখনই না হলেও পরে করাতেই হবে। তিনি বলেন, ‘এখন সব ঠিকঠাকই চলছে। আমরা অবশ্য একটা ধাক্কা খেয়েছিলাম। এমবাপে হালকা অনুশীলন করেছে। এখনও অবধি সবই তো ঠিক দিকেই এগোচ্ছে। ওকে ডাচ ম্যাচে যাতে পাওয়া যায়, আমরা তার সব রকম চেষ্টা করর।’

নেদারল্যান্ডসকে হালকা ভাবে নিচ্ছে না ফরাসি শিবির। কোচ জানিয়েছেন, ইউরোর বাছাইপর্বের সময় যে ডাচ টিমের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স তার থেকে অন্য দল হতে চলেছে এ বার নেদারল্যান্ডসের। তাঁর কথায়, সেই সময় ডাচদের ৫-৬ জন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারেননি। এখন ছবিটা বদলেছে। তাই ডাচ টিম আগের থেকে শক্তিশালী। তাই ফ্রান্সের নজর শুরু থেকে গোলে এবং শেষ অবধি জয়ে। ফুটবল মহল মনে করছে এই ম্যাচে এমবাপে খেললে একরকম পরিকল্পনা হবে ডাচদের। আর তিনি না খেললে নেদারল্যান্ডস হয়তো অন্য পরিকল্পনা কাজে লাগাবে। রোনাল্ড কুমানের টিম এমবাপে-হীন ফ্রান্সকে টেক্কা দিতে পারেন কিনা, সেটাই হবে দেখার।

Next Article