মেসি, গ্রিজম্যানের জোড়া গোলে বড় জয় বার্সার
দুরন্ত ছন্দে লিওনেল মেসি (Leo Messi)। মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে শনিবার লা লিগায় (La Liga) গ্রানাডাকে (Granada) ৪-০ তে উড়িয়ে দিল বার্সেলোনা (Barcelona)। নতুন বছরে দুরন্ত ফর্মে রোনাল্ড কোমানের দল। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে মেসিরা।