অপ্রতিরোধ্য রিয়াল, টানা ছয় ম্যাচে জয় জিদানের দলের

Dec 24, 2020 | 2:20 PM

খারাপ সময় কাটিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ (Real Madird)। বুধবার লা লিগায় (La Liga) ঘরের মাঠে গ্রানাডাকে (Granada) ২-০ গোলে হারাল জিদানের দল। এই নিয়ে টানা ৬ ম্যাচে জয় রিয়ালের। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সেকেন্ড বয় রিয়াল। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একই পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে দ্বিতীয় বেঞ্জেমারা।

1 / 5
ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য। সুযোগ তৈরি হলেও দুই দলের কেউই গোল করতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য। সুযোগ তৈরি হলেও দুই দলের কেউই গোল করতে পারেনি।

2 / 5
ম্যাচের ৫৭ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন ক্যাসেমেরো।

ম্যাচের ৫৭ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন ক্যাসেমেরো।

3 / 5
ম্যাচের ইনজুরি টাইমে গোল করে দলের জয় নিশ্চিত করলেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা।

ম্যাচের ইনজুরি টাইমে গোল করে দলের জয় নিশ্চিত করলেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা।

4 / 5
দুই ম্যাচ বেশি খেলে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে জিদানের দল।

দুই ম্যাচ বেশি খেলে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে জিদানের দল।

5 / 5
 বড়দিনের ছুটি কাটিয়ে ৩০ তারিখ এলচের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। (ছবি-টুইটার)

বড়দিনের ছুটি কাটিয়ে ৩০ তারিখ এলচের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। (ছবি-টুইটার)

Next Photo Gallery