অপ্রতিরোধ্য রিয়াল, টানা ছয় ম্যাচে জয় জিদানের দলের
খারাপ সময় কাটিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ (Real Madird)। বুধবার লা লিগায় (La Liga) ঘরের মাঠে গ্রানাডাকে (Granada) ২-০ গোলে হারাল জিদানের দল। এই নিয়ে টানা ৬ ম্যাচে জয় রিয়ালের। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সেকেন্ড বয় রিয়াল। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একই পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে দ্বিতীয় বেঞ্জেমারা।