সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 10, 2021 | 4:06 PM
বারবার বরফ সরিয়ে মাঠকে খেলার উপযুক্ত করার চেষ্টা করে গেলেন মাঠকর্মীরা।
৫০ জন মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রম কাজে এল না প্রকৃতির সামনে।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হল খেলা।
এমন অবস্থায় ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ জিদান।
রিয়াল কোচ বলছেন, অতিরিক্ত তুষারপাতের পরও রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েই মাঠে নামে দুই দল।
ওসাসুনের সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল জিদানের দল। (ছবি-টুইটার)