সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Feb 15, 2021 | 1:01 PM
ম্যাচের ১২ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা।
শুরু থেকেই দাপট দেখান জিনেদিন জিদানের ছেলেরা।
টনি ক্রুজের শট থেকে ম্যাচের ৪২ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোল।
ক্রুজের শট আটকাতে ব্যর্থ ভ্যালেন্সিয়া গোলরক্ষক।
২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকা দুনম্বরে রিয়াল মাদ্রিদ। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)