কেরালাকে হারিয়ে ফের লিগ শীর্ষে মুম্বই সিটি এফসি

sushovan mukherjee |

Jan 03, 2021 | 10:51 AM

এটিকে মোহনবাগানকে সরিয়ে ফের আইএসএলের শীর্ষে চলে এল মুম্বই সিটি এফসি। বছরের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-০ গোলে। মুম্বইয়ের হয়ে গোল করেন লে ফন্দ্রে আর হুগো বোমাস।

1 / 5
বছরের প্রথম ম্যাচ জিতে ফের আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি

বছরের প্রথম ম্যাচ জিতে ফের আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি

2 / 5
খেলার শুরুতেই লে ফন্দ্রের গোলে এগিয়ে যায় মুম্বই

খেলার শুরুতেই লে ফন্দ্রের গোলে এগিয়ে যায় মুম্বই

3 / 5
১১ মিনিটে মুম্বইয়ের হয়ে ব্যবধান বাড়ান হুগো বোমাস

১১ মিনিটে মুম্বইয়ের হয়ে ব্যবধান বাড়ান হুগো বোমাস

4 / 5
দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেললেও গোল পায়নি কেরালা ব্লাস্টার্স

দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেললেও গোল পায়নি কেরালা ব্লাস্টার্স

5 / 5
ম্যাচের সেরা নির্বাচিত হন অমরিন্দর সিং।

ম্যাচের সেরা নির্বাচিত হন অমরিন্দর সিং।

Next Photo Gallery