FIFA World Cup 2022: জানেন কী, মেসি এবং তাঁর আর্জেন্টিনা কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে?

যদি আর্জেন্টিনা (Argentina) বিশ্বকাপ জেতে, অসংখ্য রেকর্ড করবে। মেসিও পিছিয়ে থাকবেন না। কী কী সেই রেকর্ড?

FIFA World Cup 2022: জানেন কী, মেসি এবং তাঁর আর্জেন্টিনা কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে?
জানেন কী, মেসি এবং তাঁর আর্জেন্টিনা কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 9:45 PM

কলকাতা: এক-একটা বিশ্বকাপ (FIFA World Cup) ঘিরে কত স্বপ্ন যে ছড়িয়ে থাকে, তার ইয়াত্তা নেই। কেউ হয়তো তাঁর কেরিয়ারে শেষবার খেলতে নামেন বিশ্বকাপে। শেষবারের জন্য বিশ্বকাপটা জেতার স্বপ্ন নিয়ে নামেন প্রতি ম্যাচে। কেউ হয়তো সব হিসেব উল্টে দিয়ে হঠাৎ করে উঠে পড়েন সাফল্যের এভারেস্টে। কেউ হয়তো বিদায় নেন একরাশ যন্ত্রণা নিয়ে। এই বিশ্বকাপের মঞ্চেই হয়তো জন্ম নেয় নতুন তারকা। কাতারও তো তার ব্যতিক্রম নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের মতো তারকাদের স্বপ্নভঙ্গ হয়েছে। লিওনেল মেসি (Lionel Messi) কেরিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনালে নামবেন, কাপ জেতার স্বপ্ন নিয়ে। কিলিয়ান এমবাপের মতো তরুণ নামবেন দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের অফুরান তাগিদ নিয়ে। এমন বিশ্বকাপ ঘিরে যে প্রচুর রেকর্ড থাকবেন, সন্দেহ নেই। যদি আর্জেন্টিনা (Argentina) বিশ্বকাপ জেতে, অসংখ্য রেকর্ড করবে। মেসিও পিছিয়ে থাকবেন না। কী কী সেই রেকর্ড, তুলে ধরল TV9 Bangla

যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে —

১) শেষ বার ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা শেষ হবে।

২) জীবনে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পাবেন লিওনেল মেসি। তিনি ঢুকে পড়বেন দেশীয় ফুটবলের আরও দুই কিংবদন্তির বন্ধনীতে— ড্যানিয়েল পাসারেলা ও দিয়েগো মারাদোনা।

৩) বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ টিম হিসেবে আর্জেন্টিনা তিন বা তার বেশিবার বিশ্বকাপ জেতার রেকর্ড স্পর্শ করে ফেলবে। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল- ৫বার। ৪বার করে বিশ্বকাপ জিতেছেন জার্মানি ও ইতালি।

৪) চলতি শতাব্দীতে ইউরোপীয় টিমগুলোই দাপট দেখিয়েছে। ২০০২ সালে, এই শতাব্দীর শুরুতে প্রথম ও শেষবার লাতিন আমেরিকান টিম হিসেবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর, ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্স বিশ্বকাপ জিতেছে। যদি আর্জেন্টিনা জেতে, ২০ বছর পর লাতিন আমেরিকান টিম হিসেবে বিশ্বকাপ জিতবে।

৫) কাতারে যদি বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা- ৩বার কাপ জেতার রেকর্ড করার পাশাপাশি ৩বার ফাইনালে হারার রেকর্ডও থাকবে।

৬) বিশ্বকাপ জিতলে মেসি কেরিয়ারের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে যাবেন।

৭) ২০ বছর পর লাতিন আমেরিকান টিম হিসেবে ইউরোপের কোনও টিমকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। শেষবার ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল জার্মানিকে হারিয়ে।

৮) যদি মেসি আর একটা গোল করেন, এমবাপে গোল না পান, জিরো, আলভারেস একটা করে গোল করেন কিংবা না করেন, তা হলে মেসিই পাবেন গোল্ডেন বুট।

৯) ২০১৪ সালের বিশ্বকাপেও গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। এ বারও যদি পান, বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার জিতবেন সোনার বল। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন পাওলো রোসি, ১৯৮২ সালের বিশ্বকাপে।

১০) মেসি ইতিমধ্যেই চারবার বিশ্বকাপের ম্যাচের সেরা হয়েছেন। কোনও বিশ্বকাপে সর্বোচ্চ চারবার ম্যাচের সেরা হয়েছেন নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডার। ফাইনালেও যদি সেরা হন, পাঁচবার এই খেতাব জিতবেন। বিশ্বকাপের ইতিহাসে যা হয়ে যাবে নতুন রেকর্ড।

১১) বিশ্বকাপের ফাইনালে যদি আর একটা গোল করেন, কাতারে মেসির গোলসংখ্যা হবে ৬। এর আগে ব্রাজিল বিশ্বকাপেও ৫টা গোল করেছিলেন মেসি। সেই ব্যক্তিগত রেকর্ডও ভেঙে দেবেন তিনি।

১২) যদি বিশ্বকাপ ফাইনালে আর একটা গোল করেন মেসি, বিশ্বকাপে পেলের ১২টা গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। ২টো গোল করলে টপকে যাবে পেলেকে। আর যদি হ্যাটট্রিক করেন, জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে ছুঁয়ে ফেলবেন।

১৩) বিশ্বকাপ ফাইনালে নামলেই এক অভিনব রেকর্ড করে ফেলবেন মেসি। সবচেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ খেলে ফেলবেন তিনি। লোথার ম্যাথেউসের ২৫টা বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।

১৪) মেসি যদি গোল করেন কিংবা গোল করান, ১৯৬৬ সালের বিশ্বকাপের পর সবচেয়ে বেশি গোলের সঙ্গে জড়িয়ে থাকার রেকর্ড করবেন। ১১টা গোল করার পাশাপাশি বিশ্বকাপে ৮টা গোল করিয়েছেন তিনি। ১৯টা গোল বা গোলের সঙ্গে জড়িয়ে থাকার রেকর্ডে মেসির সঙ্গে আছেন গার্ড মুলার, রোনাল্ডো নাজারিও এবং মিরোস্লাভ ক্লোজে।

১৫) কাতার বিশ্বকাপ জিতলে স্পেনের পর রেকর্ড করবে আর্জেন্টিনা। ২০১০ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এ বার যেমন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল। মোট চারটে টিম প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।