প্যারিস: কোভিড (Covid-19) নেগেটিভ হয়ে প্যারিস পৌঁছলেন লিওনেল মেসি (Lionel Messi)। গত রবিবার করোনা সংক্রমিত হন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পরবর্তী কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পরই প্যারিসের উদ্দেশ্যে সপরিবারে রওনা দেন লিওনেল মেসি।
ক্রিসমাসের ছুটি কাটাতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি। সেখানে গিয়ে রোজারিওতে (Rosario) বর্ষবরণের রাতে পার্টিও করেন। কিন্তু তারপরই করোনা সংক্রমিত হন এলএম টেন। সাত বারের ব্যালন ডি’ওর (Ballon d’Or) জয়ী করোনা সংক্রমিত হওয়ায় স্বভাবতই উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু মেসির পরবর্তী কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। মেসির ক্লাব প্যারিস সাঁ জাঁর (PSG) পক্ষ থেকেই সেই তথ্য দেওয়া হয়।
Club press release after players’ Covid test results:
https://t.co/WQIn1Rxk5F pic.twitter.com/cFV4Q7BSr2
— Paris Saint-Germain (@PSG_English) January 5, 2022
কোভিড নেগেটিভ হওয়ার পর সকালেই প্যারিসে ফেরার বিমান ধরেন লিওনেল মেসি। তাঁকে ছাড়া গত সোমবার ফরাসি কাপে ৪-০ জেতে প্যারিস সাঁ জাঁ। রবিবার লিয়ঁর বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচ রয়েছে পিএসজির। ক্লাবের তরফ থেকে এখনও জানানো হয়নি, সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কিনা।
আরও পড়ুন: Australian Open 2022: জোকারের ভিসা বাতিল অস্ট্রেলিয়ার, আসরে সার্বিয়া সরকার