Lionel Messi: কাতারে খেলবেন শেষ বিশ্বকাপ, মেসির অবসরের ইঙ্গিতে মন খারাপ অনুরাগীদের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 07, 2022 | 9:05 AM

Lionel Messi Retirement: কাতারে ফুটবল বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করতে পারেন। ইঙ্গিত দিয়ে রাখলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি।

Lionel Messi: কাতারে খেলবেন শেষ বিশ্বকাপ, মেসির অবসরের ইঙ্গিতে মন খারাপ অনুরাগীদের
Image Credit source: Twitter

Follow Us

বুয়েনস আইরেস: জল্পনা ছিলই। সেই জল্পনায় সিলমোহর দিলেন স্বয়ং আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। জানিয়ে দিলেন কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। অর্থাৎ, আর্জেন্টিনার হয়ে শেষবার বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।তারপরই চলে যাবেন অবসরের (Retirement) গ্রহে। কাতার ফুটবল বিশ্বকাপের (Qatar Football World Cup) পরপরই অবসর নেবেন কি না তা স্পষ্ট করেননি। তবে মেসির ‘শেষ বিশ্বকাপ’ কথাটিতে বেজায় মন খারাপ অনুরাগীদের। ৩৫ বছরের ফুটবল মহাতারকা অবসরের ইঙ্গিত দিয়েই রাখলেন। বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখতে পারেন তিনি। সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়, এটা কি আপনার শেষ বিশ্বকাপ? মেসির চটপট উত্তর, “হ্যাঁ, অবশ্যই।”

তিনি আরও বলেন, “আমি শারীরিকভাবে ফিট বোধ করছি। এ বছর খুব ভাল প্রি-সিজন করতে পারব। যা আমি গতবছর করতে পারিনি কারণ সবকিছুই দেরিতে হয়েছিল। দেরীতে অনুশীলন, ছন্দ ছাড়াই খেলা, টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হওয়ার পর জাতীয় দলে হয়ে খেলতে চলে গিয়েছিলাম। যখন আমি ফিরে এলাম তখন আমার চোট ছিল।” গতবছর লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকা ট্রফি জেতে ২৮ বছর পর। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। দেশের জার্সি গায়ে সেটাই ছিল মেসির প্রথম ট্রফি জয়। নিশ্চিতভাবেই তাঁর পরবর্তী লক্ষ্য ফুটবল বিশ্বকাপ ট্রফি। কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে যাচ্ছে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। মেসি বলেন, “কাতারে ফিফা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কী হবে তা নিয়ে আমিও কিছুটা চিন্তিত। তবে এটাই আমার শেষ বিশ্বকাপ। কেমন হবে জানি না। আমি চাই সবকিছু ভালো হোক।”

২০১৪ সালে মেসির কাছে ফিফা বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল। বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল চমৎকার। আর্জেন্টিনা ফাইনালে গেলেও জার্মানির বিরুদ্ধে ফাইনালে হেরে বসতে হয়। পিএসজি ফরোয়ার্ড এ বছর ক্লাব ও দেশের হয়ে দারুণ ফর্মে রয়েছেন। আর্জেন্টিনা বর্তমানে ৩৫ টি ম্যাচে অপরাজিত থাকার ধারা উপভোগ করছে। যা শুরু হয়েছিল ২০১৯ সালে। মেসি ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। পিএসজিতে তাঁর চুক্তি শেষ হবে চলতি বছরের শেষে। ফরাসি জায়ান্টস চুক্তি বাড়ানোর চেষ্টা করবে তা বলাই বাহুল্য। অন্যদিকে পুরনো ক্লাব বার্সেলোনাও মেসিকে আরও একবার দলে টানার চেষ্টা করতে পারে।

Next Article