Lionel Messi: কখনও ভাবিনি বার্সা ছেড়ে আসতে হবে, সাক্ষাৎকারে অকটপ মেসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2021 | 8:50 AM

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছেন তিনি।

Lionel Messi: কখনও ভাবিনি বার্সা ছেড়ে আসতে হবে, সাক্ষাৎকারে অকটপ মেসি
লিওনেল মেসি (ছবি-টুইটার)

Follow Us

প্যারিস: কখনও ভাবেননি তাঁকে বার্সেলোনা (Barcelona) ছেড়ে নতুন কোনও ক্লাবে যেতে হবে। লা লিগার (La Liga) আর্থিক ভারসাম্য বজার রাখার জন্যই লিওনেল মেসিকে (Lionel Messi) রাখেনি স্প্যানিশ ক্লাব। কিন্তু ক্লাব কর্তাদের সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো মানসিকতা ছিল না তাঁর। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছেন তিনি।

মেসি বলেছেন, ‘আমি সত্যিই এই ব্যাপারটা আশা করিনি। আমি ভেবেছিলাম, বার্সেলোনায় ফিরে সই করেই সোজা মাঠে নেমে পড়ব। আমি ভেবেছিলাম, সবই ঠিক করা আছে। আমার সই করাটাই শুধু বাকি। কিন্তু আমার মন ভেঙে গিয়েছিল, যখন কর্তারা বললেন, আমার পক্ষে আর বার্সায় খেলা সম্ভব নয়। ওরা আমার চুক্তি নবীকরণ করবে না। আমাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে। এই সময় থেকেই আমি নিজের ভাবনাটা বদলে ফেলেছিলাম।’

বার্সেলোনায় আর ফিরবেন না মেসি, ঠিক করে ফেলেছেন। তাঁর কথায়, ‘ওই পরিস্থিতিটা মেনে নেওয়াটা সত্যিই কঠিন ছিল। নিজের ঘরবাড়ি ছেড়ে চলে আসতে হবে। পরিবারের রুটি পাল্টে যাবে। ছেলেদের স্কুল বদলাতে হবে। একবারে নতুন একটা জায়গায় এসে আবার নতুন করে সব কিছু ঠিকঠাক করতে হবে। আমার কেরিয়ারে ওই ঘটনা প্রথম ছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম, বার্সার সঙ্গে আমার কেরিয়ার শেষ।’

প্যারিস সাঁজা (PSG) তখন তাঁকে অফার করে। নতুন ক্লাবে নেইমার, এমবাপে, দি মারিয়াদের সঙ্গী হিসেবে পেয়েছেন আর্জেন্টেনিয়ান ফরোয়ার্ড। মেসি বলেছেন, ‘পিএসজি আমাকে ক্লাবে যোগ দেওয়ার সুযোগ দিয়েছিল। আমার কাছে অন্য অফার থাকলেও পিএসজি পুরো প্রক্রিয়া দ্রুত শেষ করেছিল। ক্লাবের পরিবেশ, তাদের ভাবনা, নেইমার, দি মারিয়ার মতো পুরনো বন্ধুদের থাকাটা সহজ করে দিয়েছিল সব কিছু।’

২০১৫ সালের পর থেকে আর চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি মেসি। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চান তিনি। ‘পিএসজিতে আমরা সবাই মিলে এই স্বপ্নটাই দেখছি। ক্লাবের মতো আমিও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। তবে ওই ট্রফিটা জিততে হলে আমাদের অনেক লড়াই করতে হবে। চেলসি, দুই ম্যাঞ্চেস্টার, রিয়াল, বায়ার্নের মতো টিম রয়েছে। যত সময় যাচ্ছে, আমরা টিম হয়ে ওঠার চেষ্টা করছি। কোনও একটা গুরুত্বপূর্ণ ট্রফি জিততে হলে কিন্তু সেটা খুব জরুরি।’

মেসি সবচেয়ে বেশি ছ’বার ব্যালন ডি’ওর জিতেছেন। কিন্তু এ বার নিজেকে ফেভারিট মনে করছেন না তিনি। বলেওছেন, ‘আমার মনে হয় না আমি ফেভারিট। আমি কখনওই ফলাফল বেরোনোর আগে কথা বলি না। তবে, সাত নম্বর ব্যালন ডি’ওর যদি পাই, খুব খুশি হব। গত মরসুমে আমি কখনও না জেতা একটা ট্রফি হিসেবে কোপা আমেরিকা পেয়েছি। সেই সঙ্গে যদি ব্যালন ডি’ওর পাই, তার থেকে ভালো আর কী হতে পারে!’

ব্যালন ডি’ওরের জন্য মেসি ভোট দেবেন এমবাপে, নেইমারকে। লেভানডস্কি, করিম বেঞ্জেমাও আছেন তাঁর তালিকায়।

Next Article