Lionel Messi: আমেরিকায় শুরু মেসি ম্যাজিক! অভিষেক ম্যাচে দুরন্ত ফ্রিকিকে জেতালেন ইন্টার মায়ামিকে

Inter Miami: আমেরিকায় শুরু হয়ে গেল মেসি ম্যাজিক। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ডেবিউ ম্যাচ খেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)।

Lionel Messi: আমেরিকায় শুরু মেসি ম্যাজিক! অভিষেক ম্যাচে দুরন্ত ফ্রিকিকে জেতালেন ইন্টার মায়ামিকে
Lionel Messi: আমেরিকায় শুরু মেসি ম্যাজিক! অভিষেক ম্যাচে দুরন্ত ফ্রিকিকে জেতালেন ইন্টার মায়ামিকে Image Credit source: Inter Miami CF Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 1:51 PM

মায়ামি: নতুন ক্লাব, নতুন লিগ আর পুরনো মেসি… আমেরিকায় শুরু হয়ে গেল মেসি ম্যাজিক। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে ডেবিউ ম্যাচ খেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে আজ ভোর বেলায় (ভারতীয় সময় অনুসারে ভোর ৫.৩০) ম্যাচ ছিল ইন্টার মায়ামির। সেই ম্যাচে শুরু থেকে ছিলেন না লিও মেসি। সকলেই অপেক্ষায় ছিলেন কখন মাঠে নামবেন মেসি, তা দেখার জন্য। মেসি ভক্তদের অপেক্ষার ইতি হয় ম্যাচের ৫৪ মিনিটে। ইন্টার মায়ামির জার্সিতে ডেবিউ ম্যাচে ম্যাজিক দেখিয়েছেন মেসি। অভিষেক ম্যাচে গোল করে মেসি জিতিয়েছেন দলকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। তিনি আগেই জানিয়েছিলেন ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে মেসিকে। তখন থেকেই মেসির ভক্তরা ধরে নিয়েছিল তা হলে ওই ম্যাচেই মেসির অভিষেক হতে চলেছে। আর হলও তাই। শুরু থেকে মেসি মাঠে না নামলেও, ইন্টার মায়ামির কোচ জেরার্ডো (টাটা) মার্টিনো মেসিকে নামালেন ৫৪ মিনিটে।

বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। সেই সময় পুরো গ্যালারি ‘মেসি… মেসি…’ ধ্বনিতে মেতে ওঠে। প্রথমার্ধের শেষে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি মাঠে নামার ১১ মিনিটের মধ্যে সমতায় ফেরায় ক্রুজ আজুল। ইউরিয়েল আনতুনার গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ড্র দিয়ে শেষ হতে যাওয়া ম্যাচে তখনও মেসি ম্যাজিক দেখানো বাকি ছিল। অতিরিক্ত সময়ে ইন্টার মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন মেসি। আর শেষ অবধি ২-১ ব্যবধানে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

মায়ামিতে মেসির অভিষেক লিওনেল মেসির বাঁ পায়ের জাদু দেখল গ্যালারিতে থাকা প্রায় ২১ হাজার দর্শক। মেসির দুরন্ত ফ্রিকিকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।