মেসির অভিনব রেকর্ড সেলিব্রেশন বিয়ার কোম্পানির

sushovan mukherjee |

Dec 25, 2020 | 4:25 PM

বার্সেলোনার জার্সিতে ৬৪৪ গোল করে পেলের রেকর্ড ভেঙে দেন লিওনেল মেসি।

মেসির অভিনব রেকর্ড সেলিব্রেশন বিয়ার কোম্পানির
মেসির রেকর্ডের অভিনব সেলিব্রেশন। ছবি-ইনস্টাগ্রাম

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: লিওনেল মেসির রেকর্ড গোলের সেলিব্রেশন এবার একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থার। সম্প্রতি বার্সেলোনার জার্সিতে ৬৪৪টি গোল করে পেলের রেকর্ড ভেঙে দেন এলএম টেন। কোনও একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন আর্জেন্তাইন সুপারস্টার। লিওনেল মেসির এই রেকর্ড সেলিব্রেশনে অভিনব উদ্যোগ জার্মানির একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা।

ক্লাব জার্সিতে যে সমস্ত গোলরক্ষকদের পরাস্ত করেছেন মেসি তাদের প্রত্যেককে বিয়ার উপহার দিচ্ছে বিয়ার প্রস্তুতকারক সংস্থাটি। বিয়ারের বোতলের গায়ে গোলের সংখ্যাও লেখা রয়েছে। মোট ১৬০ জন গোলকিপারকে বিয়ার উপহার দেওয়া হচ্ছে। প্রত্যেক গোলরক্ষক মেসির যত নম্বর গোল হজম করেছেন, বিয়ারের বোতলের গায়ে সেই নির্দিষ্ট গোলের সংখ্যাও লেখা রয়েছে। বুফোঁ, ওবলাক, কেপা আরিজাবালাগাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই উপহার।

আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশে ৪ পরিবর্তন

জার্মানির এই বিয়ার প্রস্তুতকারক সংস্থার এমন উদ্যোগ নিঃসন্দেহে অভিনব। গত মঙ্গলবার রিয়াল ভালোদোলিদের বিরুদ্ধে গোল করে পেলের ৬৪৩টি গোলের রেকর্ড ভেঙে দেন লিওনেল মেসি।

Next Article