Euro Cup 2024: টাকার গদিতে রোনাল্ডো-সাউথগেট, ইউরোতে সবচেয়ে দামি কোন টিম?

Jun 26, 2024 | 12:32 PM

এ বারের ইউরো কাপে এখনও অবধি মোট ৭৪টি গোল হয়েছে। সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি (৮টি)। দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া (৬), তিন নম্বরে রয়েছে ৩টি দল সুইৎজারল্যান্ড (৫), স্পেন (৫) ও পর্তুগাল (৫)। এই তালিকায় ফ্রান্স অনেকটাই পিছিয়ে। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে দামি দলের তালিকায় শীর্ষে ফ্রান্স।

Euro Cup 2024: টাকার গদিতে রোনাল্ডো-সাউথগেট, ইউরোতে সবচেয়ে দামি কোন টিম?
Euro Cup 2024: ইউরোতে সবচেয়ে দামি কোন টিম? টাকার গদিতে রোনাল্ডো-সাউথগেট
Image Credit source: X

Follow Us

কলকাতা: ইউরোপের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ইউরো কাপ (Euro Cup 2024)। এ বারের ইউরো কাপে মোট ২৪টি দলকে অ্যাকশনে দেখা যাচ্ছে। ৬টি গ্রুপে বিভক্ত ২৪টি দল। এ বারের ইউরো কাপে এখনও অবধি মোট ৭৪টি গোল হয়েছে। সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি (৮টি)। দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া (৬), তিন নম্বরে রয়েছে ৩টি দল সুইৎজারল্যান্ড (৫), স্পেন (৫) ও পর্তুগাল (৫)। এই তালিকায় ফ্রান্স অনেকটাই পিছিয়ে। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে দামি দলের তালিকায় শীর্ষে ফ্রান্স। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন এ বারের ইউরো কাপের সবচেয়ে দামি ১০ দল কোনগুলি। আর সেই সকল টিমের সবচেয়ে দামি ফুটবলারই বা কারা।

ইউরো কাপের ২ বারের চ্যাম্পিয়ন ফ্রান্স হল এ বারের সবচেয়ে দামি দল। কিলিয়ান এমবাপের টিমের পরই রয়েছে হ্যারি কেনের ইংল্যান্ড। এই দামি দলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল কোথায়? টুর্নামেন্টের সবচেয়ে দামি দল ফ্রান্স। সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সবচেয়ে দামি ম্যানেজার হলেন গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের কোচের বেতন ৬ মিলিয়ন। এক ঝলকে দেখে নিন চলতি ইউরো কাপের ১০ দামি দলের তালিকা এবং ওই টিমগুলির দামি ফুটবলার কারা।

এক ঝলকে দেখে নিন চলতি ইউরো কাপের ১০ দামি দলের তালিকা এবং ওই টিমগুলির দামি ফুটবলার কারা—

১. ফ্রান্স – বার্ষিক বেতন – ১০০০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – কিলিয়ান এমবাপে (৭২ মিলিয়ন)। ফ্রান্সের কোচের বেতন – ৩.৫ মিলিয়ন।

২. ইংল্যান্ড – বার্ষিক বেতন – ৯৫০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – হ্যারি কেন (২০ মিলিয়ন)। ইংল্যান্ডের কোচের বেতন – ৬ মিলিয়ন।

৩. স্পেন – বার্ষিক বেতন – ৯০০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – সের্গিও বুস্কেৎস (২২ মিলিয়ন)। স্পেনের কোচের বেতন – ২.৫ মিলিয়ন।

৪. পর্তুগাল – বার্ষিক বেতন – ৮৭০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০০ মিলিয়ন)। পর্তুগালের কোচের বেতন – ২ মিলিয়ন।

৫. ইতালি – বার্ষিক বেতন – ৮৫০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – জিয়ানলুইগি দোনারুম্মা (১২ মিলিয়ন)। ইতালির কোচের বেতন – ২.৭ মিলিয়ন।

৬. বেলজিয়াম – বার্ষিক বেতন – ৮০০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – কেভিন ডি ব্রুইন (২০ মিলিয়ন)। বেলজিয়ামের কোচের বেতন – ১.৮ মিলিয়ন।

৭. জার্মানি – বার্ষিক বেতন – ৭৩০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – ম্যানুয়েল নয়ার (১৮ মিলিয়ন)। জার্মানির কোচের বেতন – ৫ মিলিয়ন।

৮. নেদারল্যান্ডস – বার্ষিক বেতন – ৬২০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – ভার্জিল ভ্যান ডিক (৭ মিলিয়ন)। নেদারল্যান্ডসের কোচের বেতন – ২.২ মিলিয়ন।

৯. ক্রোয়েশিয়া – বার্ষিক বেতন – ৫০০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – লুকা মদ্রিচ (১০ মিলিয়ন)। ক্রোয়েশিয়ার কোচের বেতন – ১ মিলিয়ন।

১০. সুইৎজারল্যান্ড – বার্ষিক বেতন – ৪৫০ মিলিয়ন। সবচেয়ে দামি প্লেয়ার – গ্রেনিথ জাকা (৭ মিলিয়ন)। সুইৎজারল্যান্ডের কোচের বেতন – ১ মিলিয়ন।

 

Next Article