লিভারপুল ছাড়তে পারেন অখুশি সালাহ

sushovan mukherjee |

Dec 21, 2020 | 2:48 PM

লিভারপুলে খুশি নন মহম্মদ সালাহ। সেরা তারকাকে অন্য ক্লাবে ছেড়ে দিতে পারে লিভারপুল।

লিভারপুল ছাড়তে পারেন অখুশি সালাহ
লিভারপুলে খুশি নন মহম্মদ সালাহ। ছবি-টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: লিভারপুল শিবিরে অশান্তির আঁচ। অ্যানফিল্ড ছাড়তে পারেন মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। এমনকি লিভারপুলও তাদের সেরা তারকাকে অন্য ক্লাবে ছেড়ে দেওয়ার কথা ভাবছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন সালাহের প্রাক্তন সতীর্থ মহম্মদ অ্যাবাউট্রিকা।

২০১৭ সালে এএস রোমা থেকে ৪২ মিলিয়ান ইউরোয় লিভারপুলে যোগ দিয়েছিলেন মহম্মদ সালাহ। তার পরের সময়ে অ্যানফিল্ডে সুপারস্টার হয়ে উঠেছেন মিশরের এই উইঙ্গার। লিভারপুলের জার্সিতে জিতেছেন প্রিমিয়ার লিগ,চ্যাম্পিয়ন্স লিগ,উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপ। লিভারপুলের হয়ে ১৭৩ ম্যাচে ১১০ গোলও আছে তার। এই মরসুমেও ১৬ গোল তার নামের পাশে। এই মরসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগেও শীর্ষে ক্লপের দল।

আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে বিশেষ পুরস্কার ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

এই অবস্থায় সালাহের বন্ধুর দাবিতে আলোড়ন পড়ে গেছে ইংলিশ ফুটবলে। মিশরের হয়ে ১০০ ম্যাচ খেলা অ্যাবাউট্রিকার দাবি, লিভারপুলে খুশি নন সালাহ। চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগে ডেনমার্কের ক্লাব মিজল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লিভারপুলের অধিনায়ক না হতে পেরে হতাশ তারকা ফুটবলার। একধাপ এগিয়ে অ্যাবাউট্রিকা বলছেন, “সালাহ কেন লিভারপুলে খুশি নন,তা আমি জানি। তবে সেটা নিয়ে প্রকাশ্যে বলতে পারব না। তবে হতাশার অন্যতম একটা কারণ মিজল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করতে না পারা।”ক্লাবের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও,মাঠে সালাহের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়বে বলেই দাবি তার বন্ধুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই স্প্যানিশ জায়েন্ট- বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি মহম্মদ সালাহ। মহম্মদ অ্যাবাউট্রিকাও বলছেন,তার বিশ্বাস আর্থিক কারণে সালাহকে অন্য ক্লাবে ছেড়ে দিতে পারে লিভারপুল। সবমিলিয়ে তারকা ফুটবলারের লিভারপুল ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে ।

Next Article