sushovan mukherjee |
Jan 05, 2021 | 3:33 PM
প্রাক্তন লিভারপুল স্ট্রাইকার ড্যানি ইংগস খেলা শুরুর দেড়় মিনিটে প্রথম গোল করলেন।
ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা করেও গোল শোধ করতে পারল না লিভারপুল।
বছরের প্রথম ম্যাচ হেরে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট লিভারপুলের।
ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ক্লপের দল।
সাউদ্যাম্পটন আরও একবার জায়েন্ট কিলার। লিভারপুলই শুধু নয়, এর আগে লিগ চ্যাম্পিয়ন হওয়া সাতটি টিমকে হারানোর রেকর্ডও তাদের রয়েছে।