Lionel Messi: মেসির ছুটি মানেই ভাত ঘুম!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 29, 2022 | 10:00 AM

গায়ে বেগুনি ব্ল্যাঙ্কেট। ডান হাতে স্ত্রী আন্তোনেলার চোখের উলকি। নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।

Lionel Messi: মেসির ছুটি মানেই ভাত ঘুম!
Image Credit source: Instagram

Follow Us

 

ইবিজা: নতুন মরসুম শুরুর আগে সাময়িক বিশ্রাম। ইবিজায় ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি (Leo Messi)। এ বছর কাতারে ফুটবল বিশ্বকাপ। ক্লাব মরসুমও রয়েছে। কিছুদিনের মধ্যেই পিএসজির প্রাক মরসুম প্রস্তুতি শিরিরে যোগ দেবেন। তার আগে নিজেকে তরতাজা করছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। নিজের বিলাসবহুল ম্যানসনে কয়েক দিন আগেই বন্ধু এবং ঘণিষ্ঠদের সঙ্গে ৩৫ তম জন্মদিনের পার্টিতে মজেছিলেন। তবে ছুটি মানেই শুধু পার্টি নয়। ঘুমও প্রয়োজন। সেটা করতে গিয়েই বিপত্তি। এক দুপুরে সোফায় শুয়ে মেসি। নীল বালিশে মাথা রাখা। গায়ে বেগুনি ব্ল্যাঙ্কেট। ডান হাতে স্ত্রী আন্তোনেলার চোখের উলকি। নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। সেই ছবি শেয়ার করেই বার্সেলোনার প্রাক্তন সতীর্থ লুই সুয়ারেজ (Luis Suarez) লিখেছেন, ‘তুমি কি ক্লান্ত, ছোট্ট বাবা! উঠে পড়, সন্ধ্যা ৬.০৯ বাজে!’

 

মেসির আন্তর্জাতিক ট্রফির খরা কেটেছে। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতেছেন। এছাড়াও ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফিনালিসমা জিতেছে মেসির আর্জেন্টিনা। কয়েকটা দিন রোজারিওর বাড়িতে থেকেই ছুটি কাটাতে ইবিজায়।

 

সুয়ারেজ ছবি পোস্ট করার পরই নানা কমেন্ট আসতে থাকে। একজন লিখেছেন, এক বছরে দুটো আন্তর্জাতিক ট্রফি জিতে মেসি এভাবে ঘুমোচ্ছে, সঙ্গে সেই ছবিও পোস্ট করেছেন। সুয়ারেজের ‘গোল’ মেসি এখনও শোধ করেননি। তবে সেটা আরও মজাদার কিছু হতেই পারে।

 

 

মেসি ইবিজায় জন্মদিন পালন করেছেন। সস্ত্রীক ছিলেন চেলসির প্রাক্তন এবং আর্সেনালের মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস। ছিলেন সুয়ারেজও। তিনিই মেসির ছবি নিয়ে এই কান্ড ঘটিয়েছেন।

আরও বিভিন্ন জায়গায় তাঁর জন্মদিন পালন হয়েছে। মেসির ভক্তরা নায়কের জন্মদিনকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন। রোজারিও তে মেসির বাড়ির কাছে জন্মদিনে প্রায় ৫ হাজার ছাত্র হ্যাপি বার্থডে গেয়েছেন। এছাড়াও ইউথ অর্কেস্ট্রা পারানা নদীর পাড়ে জন্মদিনে মেসির জন্য অনবদ্য পারফর্ম করেছে। তাদের অনুষ্ঠান স্থানীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার হয়েছে।

 

Next Article