Cristiano Ronaldo: ক্যান্টিনে একাই লাঞ্চ, রাগে হাত-পা ছুড়ছেন! রোনাল্ডোকে নিয়ে মোহভঙ্গ ম্যান ইউ কোচের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 16, 2022 | 7:59 PM

রোনাল্ডোকে আর ধরে রাখতে আগ্রহী হন ম্যান ইউ কোচ। যে যেতে চায় তাঁকে যেতে দিতে চাইছেন হ্যাগ।

Cristiano Ronaldo: ক্যান্টিনে একাই লাঞ্চ, রাগে হাত-পা ছুড়ছেন! রোনাল্ডোকে নিয়ে মোহভঙ্গ ম্যান ইউ কোচের
রোনাল্ডোর প্রতি মোহ ভঙ্গ টেন হ্যাগের
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ক্যারিংটনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (MANCHESTER UNITED) প্রশিক্ষণ কেন্দ্রের ক্যান্টিনে একাই মধ্যাহ্নভোজ করেন? আগে কী করতেন জানা নেই। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণ শেষে রোনাল্ডোকে (CRISTIANO RONALDO) একা একা লাঞ্চ করতে দেখা গিয়েছে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ ব্যবধানে হেরে যাওয়ার পর ক্লাবের প্রতি রোনাল্ডোর বিতৃষ্ণা কয়েকগুণ বেড়েছে। বহুদিন ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছে থাকলেও পথ খুঁজে পাচ্ছেন না। ইউরোপের বড় বড় ক্লাবগুলি ক্রিশ্চিয়ানো সম্পর্কে খুব একটা আগ্রহ দেখায়নি। এদিকে রোনাল্ডোকে ছাড়তে রাজি হচ্ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগ। এরই মাঝে বিগত কিছুদিন ধরে বিভিন্ন কারণে রোনাল্ডো-হ্যাগের মধ্যে সমস্যা প্রকাশ্যে এসেছে। সিআর সেভেনের আচরণে ক্ষুব্ধ হন ম্যান ইউ কোচ। শোনা যাচ্ছে, ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর রোনাল্ডোকে আর ধরে রাখতে আগ্রহী হন ম্যান ইউ কোচ। মোহ ভঙ্গ হয়েছে তাঁর। যে যেতে চায় তাঁকে যেতে দিতে চাইছেন হ্যাগ (Erik Ten Hag)

সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে হাতে মাত্র দু সপ্তাহ। এই সময়ের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগাম ফুটবল ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। নতুন কোচের তত্ত্বাবধানে প্রিমিয়র লিগে নয়া মরসুমে নেমেই ধাক্কা খেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়র লিগে এখনও জয়ের মুখ দেখেনি তারা। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৪ গোলে হারের হতাশায় টেন হ্যাগ ম্যাচের পরের দিনের ছুটি বাতিল করে দেন। বাধ্য হয়ে ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে হয়। ফুটবলারদের গোটা মাঠে দৌড়ানোর নির্দেশ দেন। কোচিং স্টাফদের স্ট্যট অনুযায়ী, ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে দুটি দলের খেলোয়াড়দের মধ্যে ইউনাইটেডের খেলোয়াড়রা ৯৫.৬ কিমি দৌড়ান। সেখানে ব্রেন্টফোর্ডের ফুটবলাররা দৌড়ান ১০৯.৪ কিমি। ক্ষুব্ধ ম্যান ইউ কোচ সেইসব ফুটবলারদেরও দৌড় করান যাঁরা বেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না। নতুন ম্যানেজারের এই হাই প্রেসিং অ্যাপ্রোচ মোটেও পছন্দ নয় রোনাল্ডোর। দ্যা অ্যাটলেটিকের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো এখন ক্যান্টিনে একাই লাঞ্চ করেন, ট্রেনিংয়ের সময় রাগের বশে হাত ছোড়েন, নতুন কোচের অনুশীলন পদ্ধতি নিয়ে তর্ক করতেও ছাড়েন না।

যে কারণে রোনাল্ডোর প্রতি টেন হ্যাগের মনোভাব এখন ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকাকে বিদায় দেওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন। ফোকাস রোনাল্ডো থেকে সরিয়ে হ্যাগের নজরে এখন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার ম্যাথুয়াস কুনহা। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কুনহাকে বিক্রি করে দিতে চাইছে স্প্যানিশ ক্লাবটি। ব্রাজিলিয়ান ফুটবলার নিজেও এই বিষয়ে আগ্রহী।

Next Article