কলকাতা : মহিলাদের ফুটবল বিশ্বকাপ চলাকালীন শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। অস্ট্রেলিয়ায় ২০ জুলাই থেকে শুরু হয়েছে ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ (Fifa Women’s World Cup 2023)। বর্তমানে নকআউট পর্বের খেলা চলছে। এমন মেগা ফুটবল ইভেন্টে শ্লীলতাহানির মতো ঘৃণ্য কীর্তির অভিযোগ উঠেছে। অভিযোগের তির জাম্বিয়া মহিলা ফুটবল দলের কোচের বিরুদ্ধে। বিশ্বকাপের জন্য জাম্বিয়ার (Zambia Football Team) ২৬ জনের স্কোয়াডের এক সদস্য দলেরই ম্যানেজার ব্রুনস এমওয়াপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাম্বিয়া। তারপরই ব্রুনস এমওয়াপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ফিফা বর্তমানে জাম্বিয়ার কোচ ব্রুনস এমওয়াপের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে। বিশ্বকাপ চলাকালীন দলের এক সদস্যের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। গত ৩১ জুলাই কোস্টারিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জাম্বিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় এনে দেয়। সেই জয় ফিকে হয়ে গেল দলের ম্যানেজারের আচরণে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, গত ২৮ জুলাই অনুশীলন চলাকালীন ঘটনাটি ঘটে। দলের এক ফুটবলারকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন। যা অন্য়ান্য ফুটবলারদের নজর এড়ায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিষয়টি ফিফার নজরে আনতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ চলায় ঘটনাটি তখনকার মতো চেপে দেওয়া হয়। ফিফার রোষে পড়ার ভয় ছিল জাম্বিয়ার।
স্পেন ও জাপানের বিরুদ্ধে পরপর ০-৫ গোলে হারের পর ২০২৩ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেয় জাম্বিয়া। এরপর কোচের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ যায়। অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। মহিলাদের বিশ্বকাপ শুরুর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রুনসের বিরুদ্ধে। তখন সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন জাম্বিয়ার কোচ।