করোনা আক্রান্ত আর্জেন্তাইন ফুটবলার সের্জিও অ্যাগুয়েরো
করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইটে জানান সের্জিও অ্যাগুয়েরো।
এ বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আর্জেন্তাইন ফুটবলার সের্জিও অ্যাগুয়েরো। করোনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ব্রিটেনে ফের মারাত্মক আকারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। দ্বিতীয় প্রজাতির করোনা ভাইরাস পাওয়া গিয়েছে সেখানে। করোনার প্রকোপে তৃতীয় দফার লকডাউনও চলছে ব্রিটেন জুড়ে। এ সবের মধ্যেই সতর্কর্তামূলক ব্যবস্থা নিয়েই চলছে প্রিমিয়ার লিগের খেলা।
আরও পড়ুন: ৬৮ ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের
অ্যাগুয়েরোকে নিয়ে চলতি সপ্তাহে ম্যাঞ্চেস্টার সিটির মোট এগারো জন ফুটবলার এবং সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। চোট আঘাতের জন্য এমনিতেই এ মরসুমটা ভালো যাচ্ছেনা আর্জেন্তাইন স্ট্রাইকারের। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর নিজেকে আইসোলেশনে রেখেছেন সের্জিও অ্যাগুয়েরো। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইটে জানান তিনি। করোনার মৃদু উপসর্গ রয়েছে অ্যাগুয়েরোর শরীরে।
After a close contact, I’ve been self-isolating and the latest test I took was positive for COVID 19. I had some symptoms and I’m following doctor’s orders for recovery. Take care, everyone!
— Sergio Kun Aguero (@aguerosergiokun) January 21, 2021
অ্যাগুয়েরোকে ছাড়াই অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারায় ম্যান সিটি। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গুয়ার্দিওয়ালার দল। সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন: মেসিকে ছাড়াই কোপার শেষ ১৬-য় বার্সা