মেসিকে ছাড়াই কোপার শেষ ১৬-য় বার্সা
কোপা দেল রে-তে (Copa Del Rey) বৃহস্পতিবার তৃতীয় ডিভিশনের ক্লাব কর্নেয়াকে (Cornella) ২-০ হারাল বার্সেলোনা (Barcelona)। সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের পর কিছুটা হলেও স্বস্তি ফিরল রোনাল্ড কোমানের দলে। সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি মেসি।
Most Read Stories