মেসিকে ছাড়াই কোপার শেষ ১৬-য় বার্সা

কোপা দেল রে-তে (Copa Del Rey) বৃহস্পতিবার তৃতীয় ডিভিশনের ক্লাব কর্নেয়াকে (Cornella) ২-০ হারাল বার্সেলোনা (Barcelona)। সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের পর কিছুটা হলেও স্বস্তি ফিরল রোনাল্ড কোমানের দলে। সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি মেসি।

| Edited By: | Updated on: Jan 22, 2021 | 12:00 PM
ম্যাচের ৩৯ ও ৮০ মিনিটে বার্সেলোনার হয়ে পেনাল্টি নষ্ট করেন মিরালেম ও দেম্বেলে।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

ম্যাচের ৩৯ ও ৮০ মিনিটে বার্সেলোনার হয়ে পেনাল্টি নষ্ট করেন মিরালেম ও দেম্বেলে।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

1 / 5
নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

2 / 5
 অতিরিক্ত সময়ে বার্সার হয়ে প্রথম গোল ওসমানে দেম্বেলের।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

অতিরিক্ত সময়ে বার্সার হয়ে প্রথম গোল ওসমানে দেম্বেলের।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

3 / 5
ম্যাচের ১১৮ মিনিটে কর্নেয়ার ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

ম্যাচের ১১৮ মিনিটে কর্নেয়ার ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন।(সৌজন্যে-কর্নেয়া টুইটার)

4 / 5
১২১ মিনিটে গোল করে বার্সার দুরন্ত জয় নিশ্চিত করেন মার্টিন ব্রেথওয়েট। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

১২১ মিনিটে গোল করে বার্সার দুরন্ত জয় নিশ্চিত করেন মার্টিন ব্রেথওয়েট। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

5 / 5
Follow Us: