Manchester Derby: ওয়েম্বলিতে আজ ইতিহাস, শেষ কবে এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি হয়েছিল?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 03, 2023 | 8:45 AM

FA Cup 2023 Final : ম্যান সিটিতে বিশেষ করে বলতে হয় তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডের কথা। ইংলিশ ফুটবলে অভিষেক মরসুমেই তাক লাগিয়ে দিয়েছেন। এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে বাড়তি চ্যালেঞ্জ হালান্ডকে আটকানো।

Manchester Derby: ওয়েম্বলিতে আজ ইতিহাস, শেষ কবে এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি হয়েছিল?
Image Credit source: twitter

Follow Us

লন্ডন : অপ্রতিরোধ্য! গত ছয় মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। তাদের লক্ষ্য ত্রি-মুকুট। মরসুমে ইতিমধ্যেই একটি ট্রফি জিতেছে তারা। ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি নামছে মরসুমের দ্বিতীয় ট্রফির লক্ষ্যে। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি। এফএ কাপের ফাইনালে মুখোমুখি দুই ম্যাঞ্চেস্টার। নানা দিক থেকেই ঐতিহাসিক, স্মরণীয়, আকর্ষণীয় একটা ম্যাচ হতে চলেছে। ম্যাঞ্চেস্টার ডার্বি মানেই বাড়তি উন্মাদনা। তার ওপর ট্রফির ম্যাচে! ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের গন্তব্য যে আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এ বিষয়ে সন্দেহ নেই। কেন এফএ কাপের ফাইনাল নিয়ে বাড়তি উন্মাদনা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শেষ কবে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি! কোনও বারই নয়। এফএ কাপের ইতিহাসে এই প্রথম বার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ওয়েম্বলি স্টেডিয়ামে সে কারণেই ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। এফএ কাপে শেষ বার ম্যাঞ্চেস্টার ডার্বি হয়েছিল ২০১১ সালে। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ম্যাঞ্চেস্টার। ইয়াইয়া তুরের একমাত্র গোলে ম্যান ইউকে হারিয়ে দীর্ঘ ৩০ বছর পর এফএ কাপ ফাইনালে উঠেছিল ম্যান সিটি। সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেমিফাইনালের মতো ফাইনালেও স্টোক সিটির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছিল সিটি। একমাত্র গোলটি ছিল ইয়াইয়া তুরের।

দুই ম্যাঞ্চেস্টারের কাছেই এ মরসুম ভালো কেটেছে। ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিটি। তিন নম্বরে শেষ করেছে ম্যান ইউ। এফএ কাপের মতো ঐতিহ্যের ট্রফি জেতাই লক্ষ্য দুই ম্যাঞ্চেস্টারের। সিটির কাছে বাড়তি তাগিদ ত্রিমুকুট জেতার। দুর্দান্ত ফর্মে রয়েছে নীল ম্যাঞ্চেস্টার। ইপিএলের পর এফএ কাপ জিততে পারলে ত্রি-মুকুটের দিকে এক ধাপ এগবে তারা। এরপর লক্ষ্য থাকবে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে ত্রি-মুকুট সম্পূর্ণ করা। ম্যান সিটিতে বিশেষ করে বলতে হয় তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডের কথা। ইংলিশ ফুটবলে অভিষেক মরসুমেই তাক লাগিয়ে দিয়েছেন। এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে বাড়তি চ্যালেঞ্জ হালান্ডকে আটকানো।

ম্যান সিটির ক্ষেত্রে বলা যায়, টিমে সেই অর্থে বড় কোনও চোট সমস্যা নেই। সামান্য ধোঁয়াশা ম্যানুয়েল আকাঞ্জিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা ভেবে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে গোলকিপার এডারসনকে। তাঁর জায়গায় খেলতে পারেন স্টেফান ওর্তেগা। এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অবশ্য কিছুটা চিন্তায়। এই ম্যাচে অ্যান্টনি স্যান্টোসকে পাওয়া যাবে না। চোটের জন্য বাইরে লিজান্দ্রো মার্টিনেজও।

Next Article