TV9 বাংলা ডিজিটাল : শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) ছিল ডার্বি (derby) ডে। মুখোমুখি দুই ম্যাঞ্চেস্টার (Manchester)। তবে ৯০ মনিটের লড়াই শেষে নিট ফল শুন্য। কারণ ম্যাচ গোলশুন্য (goalless) ড্র। খেলায় অক্রমণ প্রতি-আক্রমণ থাকলেও গোলের দরজা খুললো না। বল দখলের লড়াই থেকে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট, পরিসংখ্যানের বিচারেও কার্যত কোনও ফারাক নেই দুই দলের মধ্যে।
ম্যাচের ঘটনা বলতে একটাই। ৪৮ মনিটে সিটির ওয়াকার, ইনটাইটেডের ব়্যাশফোর্ডের পায়ে লাথি মেরে বসেন। রেফারি পেনাল্টি দিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত বহাল থাকল না। কারণ ভিডিও রেফারি দেখিয়ে দিলেন ঘটনার সময় ব়্যাশফোর্ডে অফসাইডে ছিলেন। তাই পেনাল্টি বাতিল। শনিবারের ড্রয়ের ফলে লিগে টেবিলের ৮ নম্বরে ম্যান ইউ এবং ৯ নম্বরে ম্যান সিটি।
? The main action from Saturday’s Manchester derby stalemate.
? #MUFC
#️⃣ #MUNMCI
? #PL pic.twitter.com/0e7TlPW7ST— Manchester United (@ManUtd) December 12, 2020
এদিকে দুই ম্যাঞ্চেস্টারের ড্রয়ের দিন শীর্ষে ওঠার সুযোগ হারাল চেলসি (Chelsea)। এভার্টনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলে, লিভারপুল ও টটেনহ্যামকে টোপকে লিগ শীর্ষে পৌঁছে যেতে তারা। কিন্তু ব্লুজদের হার ০-১ গোলে। ম্যাচের একমাত্র গোলটি পেনাল্টি থেকে। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে ল্যাম্পার্ডের দল।
FT: Everton take the points today. ?#EVECHE pic.twitter.com/Yhc2SyU4OB
— Chelsea FC (@ChelseaFC) December 12, 2020