আইএসএলে ১০০ ম্যাচের সামনে মন্দার রাও

sushovan mukherjee |

Dec 01, 2020 | 9:01 AM

আইএসএলে ১০০ ম্যাচ খেলার পথে মন্দার রাও দেশাই। প্রথম ফুটবলার হিসাবে শততম ম্যাচ খেলতে চলেছেন মুম্বই সিটি ফুটবলার।

আইএসএলে ১০০ ম্যাচের সামনে মন্দার রাও
প্রথম ফুটবলার হিসাবে ১০০ ম্যাচ খেলতে চলেছেন মন্দার রাও দেশাই। ছবি-আইএসএল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রথম ফুটবলার হিসাবে আইএসএলে ১০০ ম্যাচ খেলতে চলেছেন মন্দার রাও দেশাই। আজ ব্যাম্বোলিম স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুম্বই সিটি এফ সি-র বিরুদ্ধে মাঠে নামলেই ইতিহাসে জায়গা করে নেবেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

গত ৬ মরসুমে এফ সি গোয়ার নিয়মিত সদস্য ছিলেন মন্দার। প্রথমে জিকো,তারপর সার্গিও লোবেরো-২ কোচেরই তুরুপের তাস হয়ে ওঠেন তরুণ এই ফুটবলার। উইঙ্গার পজিশনে শুরু করলেও,এখনও লেফট ব্যাক পজিশনেই খেলেন মন্দার।

এফ সি গোয়ার হয়ে ২০১৯ সালে আইএসএল জেতেন মন্দার। গত বছর আইএসএলের লিগ ফরম্যাটে চ্যাম্পিয়ন হওয়া এফ সি গোয়ার-ও নিয়মিত সদস্য ছিলেন গোয়ান এই মিডফিল্ডার। এফ সি গোয়ার প্রাক্তন কোচ লোবেরো-র সঙ্গেই নতুন মরসুমে দল পরিবর্তন করে মন্দার এখন মুম্বই সিটি এফ সি-তে। মঙ্গলবার নতুন মুকুট জুড়তে চলেছে তার পালকে।

আরও পড়ুন: এবার আমেরিকার ক্রিকেট লিগে নাইট রাইডার্স

আইএসএলের কণিষ্ঠতম অধিনায়ক

মাত্র ২০ বছর বয়সে আইএসএলের ম্যাচে অধিনায়কত্ব করলেন আপুইয়া রালতে। সোমবার এফ সি গোয়ার বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের নেতৃত্ব দেন মিজোরামের এই ফুটবলার। ২০১৭ সালে ভারতের যুব বিশ্বকাপের দলের সদস্য ছিলেন আপুইয়া। বিশ্বকাপ দলে মিজোরামের একমাত্র সদস্য ছিলেন তরুণ এই ফুটবলার।

Next Article