মারাদোনাকে আবেগের ‘শ্রদ্ধার্ঘ্য’ মেসির

sushovan mukherjee |

Nov 30, 2020 | 12:43 PM

ফুটবল রাজপুত্র মারাদোনাকে (MARADONA) আবাগের শ্রদ্ধার্ঘ্য লিও মেসির (MESSI)।

মারাদোনাকে আবেগের শ্রদ্ধার্ঘ্য মেসির
ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধার্ঘ্য ফুটবলের যুবরাজের। ছবি সৌজন্যে - টুইটার (বার্সেলোনা)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল –  তাঁর মধ্যে অনেকে খুঁজে নিয়েছিলেন বর্তমান সময়ের মারাদোনাকে (MARADONA)। প্রায় গোটা কেরিয়ার জুড়ে তাঁকে শুনে যেতে হয়েছে ফুটবল রাজপুত্রের সঙ্গে তুলনা। মেসির মধ্যে মারাদোনার ছায়া থাকুক আর না থাকুক, আর্জেন্তিনা ফুটবলে মারাদোনার ঐতিহ্য তাঁকেই বয়ে নিয়ে চলতে হয়েছে। আগামী দিনেও হবে। ফুটবল রাজপুত্রের মৃত্যুর পর রবিবারই প্রথম মাঠে নেমেছিলেন লিও মেসি। নিজের পূর্বসূরির প্রতি মেসির শ্রদ্ধার্ঘ্য দেখার অপেক্ষায় ছিলেন সবাই। ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে ৭৩ মিনিটে গোল পেলেন এলএম ১০।

 

 

আর গোলের পরই সেই অনবদ্য ছবি। বার্সেলোনার জার্সি খুলে ফেললেন মেসি (MESSI)। তখন মেসির গায়ে শোভা পাচ্ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি। এই ক্লাবের হয়ে কেরিয়ারের শেষ লগ্নে খেলেছিলেন মারাদোনা। সেই দশ নম্বর জার্সি পয়েছিলেন মেসিও। আকাশের দিকে হাত ছুঁড়ে ওল্ড বয়েজ ক্লাবের সেই জার্সিতে মারাদোনাকে শ্রদ্ধা জানান মেসি। জার্সি খোলায় তাঁকে হলুদ কার্ড দেখেতে হয়েছে। কিন্তু সেই কার্ড নিয়ে কারও মাথা ব্যথা নেই। এমনকি ম্যাচ শেষে রেফারিও জানিয়েছেন এই হলুদ কার্ড দেখাতে তাঁর হাত কাঁপছিল।

 

 

আরও পড়ুন – মৃত্যুর মুখ থেকে আশ্চর্য ফিরলেন রোমেন গ্রসজিন

খেলা শুরুর আগেই ড্রেসিংরুমে ফুটবলারদের মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার আবেদন করেছিলেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ফুটবলারদের তিনি বলেছিলেন ফুটবল রাজপুত্রের জন্য সেরা শ্রদ্ধার্ঘ্য হতে পারে একটা জয়। কথা রেখেছেন ফুটবলাররা। বার্সেলোনার (BARCELONA) হয়ে দু’বছর খেলেছেন মারাদোনা। কাতালান ক্লাবের লাল-নিল জার্সির সঙ্গে ফুটবল রাজপুত্রের ভালোবাসার সম্পর্ক ফুটে উঠল গোটা ক্যাম্প-ন্যু ছত্রে ছত্রে।

Next Article