মেসিকে পিএসজিতে পাবেন, ভাবেননি পোচেত্তিনো

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 14, 2021 | 5:49 PM

পোচেত্তিনো বলেছেন, 'সত্যি কথা বলতে কী, আমি কখনও ভাবিনি ও আমাদের ক্লাবে সই করতে পারে। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হল, তখন সব কিছু যেন দ্রুত হয়ে গেল। যে কারণে তখনই নিজের মনোভাব ব্যাখ্যা করার মতো পরিস্থিতি ছিল না।'

মেসিকে পিএসজিতে পাবেন, ভাবেননি পোচেত্তিনো
মেসিকে পাবেন ভাবেননি পোচেত্তিনো। ছবি: টুইটার

Follow Us

প্যারিস: লিওনেল মেসি (Lionel Messi) যে প্যারিস সাঁ জাঁয় (PSG) খেলতে পারেন, ভাবেননি কোচ মরিসিও পোচেত্তিনো (Mauricio Pochettino)। আর্থিক কারণে বার্সেলোনা (Barcelona) ছেড়ে দেওয়ার পর মেসিকে পাওয়ার জন্য ঝাঁপায় পিএসজি (PSG)। টানাপোড়েনে পর নেইমারদের ক্লাবেই সই করেছেন তিনি। যা ফরাসি লিগের তো বটেই, পিএসজিরও গ্ল্যামার ও শেয়ার— দুই বাড়িয়ে দিয়েছে।

মেসিকে নিয়ে পোচেত্তিনো বলেছেন, ‘ও কেমন প্লেয়ার, ব্যাখ্যা করার মতো লোক বোধহয় আমি নই। অন্যরা আরও ভালো ভাবে ওর বিশ্লেষণ করতে পারবে। এটুকু বলতে পারি, ও বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। ও টিমের সঙ্গে যোগ দেওয়ার পর দ্রুত মানিয়ে নিয়েছে। ট্রেনিংয়ে দারুণ পারফর্ম করছে। নিজের সর্বোচ্চ পর্যায়ে যাতে খেলতে পারে, তার জন্য কঠোর প্র্যাক্টিস করছে।’

মেসি যে কোনও দিন তাঁর কোচিংয়ে খেলতে পারেন, স্বপ্নেও ভাবেননি পিএসজি কোচ। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্যায়ে বুধবার প্রথম ম্যাচ ক্লাব ব্রুগের বিরুদ্ধে। তার আগে পোচেত্তিনো বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, আমি কখনও ভাবিনি ও আমাদের ক্লাবে সই করতে পারে। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হল, তখন সব কিছু যেন দ্রুত হয়ে গেল। যে কারণে তখনই নিজের মনোভাব ব্যাখ্যা করার মতো পরিস্থিতি ছিল না। তবে, আমরা দু’জনই আর্জেন্টিনার লোক। আমরা দু’জনই নিউওয়েলসের সাপোর্টার। আর, আমরা দু’জনই রোজারিওর লোক। ওর বিরুদ্ধে বহু দিন আগে খেলেছি, সেটাও ভুলে যাইনি। এখন ও-ই আমার কোচিংয়ে খেলছে। আশা করি আমরা সবাই মিলে ক্লাবের স্বপ্নপূরণ করতে পারব।’

সামনে লম্বা মরসুম পড়ে রয়েছে। সেরা জায়গায় পৌঁছতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে, সেটা খুব ভালো করেই জানেন পিএসজি কোচ। আর তাই, তাঁর টিমের সেরা অস্ত্র মেসিকে কী ভাবে ব্যবহার করবেন, তাও ঠিক করে রেখেছেন। যা নিয়ে পোচেত্তিনো বলছেন, ‘টিমে গভীরতা চমত্‍কার। শুধু তাই নয়, প্রত্যেকেই এত ভালো প্লেয়ার যে, কাকে বাদ দিয়ে কাকে খেলাব, সেটা ঠিক করা মুশকিল। কিন্তু ফুটবল এগারো জনের খেলা। ফলে একটা টিম খাড়া করতে হবে। তার পরও বলব, এই দুরন্ত টিমটাই আমাদের সাফল্যের পথ দেখাবে।’

 

আরও পড়ুন: SC East Bengal: রক্ষণকে নির্ভরতা দেওয়ার বার্তা নয়া বিদেশি টমিস্লাভের

Next Article