গোয়া : এবারের আইএসএলে সব থেকে সফল দুই দল। লিগ টেবিলে তাঁদের অবস্থান দেখলেই বোঝা যায় সেটা। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। বর্তমানে লিগের টপ টু। সোমবার মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। অনেকের মতেই এটাই এবারের লিগের মেগা ম্যাচ। যে দল জিতবে তারাই লিগ শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করবে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে মুম্বই সিটি এফসি। ২০ পয়েন্টে দ্বিতীয় এটিকে মোহনবাগান। দুই সেরা দলের লড়াইয়ের পাশাপাশি দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াইও দেখা যাবে সোমবারের ম্যাচে।
আরও পড়ুন – ফয়সলের গোলে জয় দিয়ে আই লিগ শুরু মহামেডানের
মেগা ম্যাচ জিতে লিগ শীর্ষে ওঠার ক্ষমতা আছে দলের। আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন বাগানের ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। আগের ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে জয়, মুম্বইয়ের বিরুদ্ধে বাড়তি কোনও সুবিধে দেবে না তাঁদের। ওই ম্যাচটা অতীত। বরং নিজেদের শক্তি নিয়ে মুম্বই ম্যাচকেই এখন ফোকাস করছেন রয় কৃষ্ণরা।
আরও পড়ুন – খারাপ রেফারিং নিয়ে কড়া পদক্ষেপ ফেডারেশনের
ডেভিড উইলিয়ামস সোমবারের ম্যাচকে মেগা ম্যাচ বললেও, সেটা মানতে রাজি নন বাগানের আর এক তারকা ফুটবলার প্রীতম কোটাল। তাঁর কাছে, কলকাতা ডার্বি সব থেকে বড় ম্যাচ। সোমবারের ম্যাচকে মেগা ম্যাচ বলে মুম্বইকে বাড়তি গুরত্ব দিতে রাজি নন প্রীতম। প্রতিপক্ষের ফুটবলাররা ভালো ফর্মে আছে বলেই যে তারা বাগান ডিফেন্সকে সহজেই ভাঙতে পারবে না। মুম্বইকে চ্যালেঞ্জ প্রীতমের।