ফয়সলের গোলে জয় দিয়ে আই লিগ শুরু মহামেডানের

sushovan mukherjee |

Jan 09, 2021 | 6:14 PM

জয়সূচক গোল করে ম্যাচের সেরা হন ফয়সল আলি

ফয়সলের গোলে জয় দিয়ে আই লিগ শুরু মহামেডানের
গোলের পর ফয়সলের উচ্ছ্বাস। ছবি-আই লিগ

Follow Us

সুদেভা দিল্লি এফসি-০ : মহমেডান -১ (ফয়সল আলি ৫৮) 

কলকাতা : জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। সাত বছর পর আই লিগে ফিরেছে সাদা-কালো। আই লিগে কামব্যাক ম্যাচেই সুদেভা দিল্লি এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতল শতাব্দী প্রাচীন ক্লাব। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মহমেডানের হয়ে জয়সূচক গোল ফয়সল আলির।

ডিফেন্স কিংসলে, মাঝমাঠে জামাল ভুইঞাঁ আর সামনে রাফায়েল। এই তিন বিদেশিকে নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিল মহমেডান। প্রথমার্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রাফায়েল। দুই দলের গোলকিপারকেই সেভাবে পরীক্ষার সামনে পড়তে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতির বিরুদ্ধেই গোল পেয়ে যায় মহমেডান। সুদেভা ডিফেন্সের ভুল থেকে গোল করে যান ফয়সল। পিছিয়ে পড়ার পর আক্রমণে ঝাঁঝ বাড়ায় সুদেভা এফসি। তবে বিপক্ষ ডিফেন্সকে ভাঙতে পারেননি কেন লুইসরা।

আরও পড়ুন:স্মিথ-লাবুসেন টার্গেট হোক বুমরাদের

খেলার শেষে মহমেডান টিডি শঙ্করলাল চক্রবর্তী বলছেন, “প্রথম ম্যাচে জিতেছি, এটাই বড় কথা। এত অল্প সময় পেয়েছি যে, দল এখনও ভালো করে গোছানো যায়নি। ফিটনেসের দিক থেকে বেশ কিছু খামতি রয়েছে। সব মিলিয়ে টিম হিসেবে অনেক উন্নতি করতে হবে। তবে পেশাদার ফুটবলে তিন পয়েন্টই শেষ কথা।” ১৪ জানুয়ারি মহমেডানের পরের ম্যাচ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।

Next Article